‘এই প্রেম রাখা যায় না’
2021-12-23 15:39:07

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থুং আন ক্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

থুং আন ক্য ১৯৫৯ সালের ২৬ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের পপ-সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা।

 

১৯৮২ সালে থুং আন ক্য ‘এই প্রেম রাখা যায় না’ এবং ‘রাতের দৃশ্য’ নামে দুটি গান প্রকাশ করেন। ১৯৮৩ সালে তিনি আরও কয়েকটি জনপ্রিয় গান রচনা করেন।

 

১৯৮৪ সালে থুং আন ক্য নিজের অ্যালবাম প্রকাশের জন্য কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘তোমার কথা মনে পড়ে’ প্রকাশিত হয়। একই বছর তার দ্বিতীয় অ্যালবাম ‘নারী’ বাজারে আসে।

 

১৯৮৬ সালে থুং আন ক্য’র তৃতীয় অ্যালবাম ‘আমি ভালোবাসতাম’ মুক্তি পায়। ১৯৮৭ সালে তার চতুর্থ অ্যালবাম ‘আমার সঙ্গে চলো’ প্রকাশিত হয়। একই বছর তিনি তাইওয়ান প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। পাশাপাশি, তিনি ‘ভালো ছেলে’ নামের চলচ্চিত্রের জন্য গানও রচনা করেন।

 

বন্ধুরা, এখন শুনুন থুং আন ক্য’র কণ্ঠে ‘পাপড়ি বৃষ্টি’ নামের গানটি। গানের কথাগুলো এমন: একজনকে ভালোবাসলে কত দিন স্থায়ী হতে পারে। হৃদয়ের ব্যথা কখন থামবে। পাপড়ি বৃষ্টি, আমার অনুভূতির মত। প্রতিশ্রুতি কীভাবে বললে ভুল হবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘অতীতের কথা ধোঁয়ার মত’। গানের কথায় বলা হয়: যদি বলি, আজ রাতেও হালকা বৃষ্টি হয়, সব কিছু ঠিক যেন আমাদের প্রথম দেখার দিনের মতো। কিন্তু এখন সব কিছু পরিবর্তন হয়, তোমার মুখে সময়ের দাগ নেই। তোমার জীবন কেমন, হাসি সব কিছু ব্যাখ্যা করে। হয়তো সময়ের কারণে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। অতীতের কথা ধোঁয়ার মতো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন থুং আন ক্য’র আরেকটি সুন্দর গান, গানের নাম ‘বর্তমান, ভবিষ্যত’। গানের কথাগুলো এমন: ভালোবাসার দিনগুলো আমি হিসাব করেছি, আমার মনে হত, তা চিরদিনের কথা। কল্পনা করা যায় না, আমরা এখন ভিন্ন নদীতে ভেসে আছি। বর্তমান এবং ভবিষ্যতে, তোমার সঙ্গী নেই। আমি এমন স্বাধীনতা চাই না।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থুং আন ক্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)