ছেন ছু শেং
2020-12-30 16:29:35

ছেন ছু শেং_fororder_chen

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ছু শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন ছু শেং ১৯৮১ সালের ২৫ জুলাই চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

২০০১ সালে ছেন ছু শেং চীনের শাংহাই টেলিভিশনসহ ১৮টি টেলিভিশনে যৌথভাবে আয়োজিত এশিয়ার নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন এবং ‘এশিয়ার সবচেয়ে প্রতিভাবান নতুন কণ্ঠশিল্পীর’ পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে ছেন ছু শেং সংগীত মহলে যাত্রা শুরু হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেং-এর একটি গান, গানের নাম ‘অনেক দিন দেখা হয় নি’। গানের কথাগুলো এমন: সেই বসন্তের কথা স্মরণ করি, তুমি বার বার বলো, ভালো খাবার খাও, বেশি বেশি কাপড় পরো। এত বছর বাইরে ছিলাম, তোমাকে দেখতাম না। তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারি না। অনেক দিন দেখি নি। আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেং-এর গান ‘অতি ছোট’। গানের কথায় বলা হয়: সবচেয়ে সমৃদ্ধ শহরে, সবচেয়ে একাকী মানুষ থাকে। সবচয়ে সরল শিশু, কীভাবে সবচেয়ে নোংরা আবর্জনা স্থান পার হয়ে যায়। হঠাত্ আমি দেখেছি সবচেয়ে সুন্দর কবিতা। বুঝতে পেরেছি, সবচেয়ে অন্ধকার আকাশে, উজ্জ্বলতর তারাটি লুকিয়ে আছে। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেং-এর গান ‘সেই দূরের জায়গায়’। গানের কথায় বলা হয়েছে: এটা কি স্বপ্ন? সত্যি তুমি? আমার আসল জীবন জেগে উঠেছে। জীবন অনেক ছোট, অনেক শান্ত, তবুও তাকে ছোট করে দেখা যাবে না। এটা কি স্বপ্ন? সত্যি তুমি? সেই যৌবনের গরম চোখ, আর লুকিয়ে রাখবে না। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান শুনবেন- তার নাম ‘কেউ কি তোমাকে বলেছে?’। গানের কথাগুলো এমন: যখন ট্রেন এই অপরিচিত শহরে আসে, অনেক সুন্দর বাতি দেখা যায়। বিদায়ের সময় তোমার দেওয়া চিঠি পড়ি, তোমার কথা খুব মিস করি। শীতের দিন এ শহরে তুষার পড়ে না। আমি শুনেছি কেউ আনন্দ করে, কেউ কাঁদে। কেউ কি তোমাকে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি? কেউ তোমাকে বলেছে, আমি তোমাকে খুব কেয়ার করি? আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেং-এর আরেকটি গান, গানের নাম ‘বাতাস আসার সময়, তোমাকে মিস করি’। গানের কথাগুলো এমন: কে, কে তোমার প্রতি আমার ভালোবাসা মুছে দিতে পারে। আমি কি দিয়ে ডায়রি লিখি। আমার মন, আকাশে উড়ে যায়। যখন বাতাস আসে, তখন তোমাকে মিস করি। আচ্ছা, শুনুন  গানটি।

 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ছু শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)