সহজ চীনা ভাষা: জীবনের গুরুত্বপূর্ণ বাছাই
2020-12-29 10:33:48

বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এ পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের বিশেষজ্ঞ ওয়াং সিউয়ান লিখিত একটি প্রবন্ধ। ওয়াং সিউয়ান হলেন চীনের বিখ্যাত কম্পিউটার বিশেষজ্ঞ, তিনি প্রধানত কম্পিউটার লজিক নকশা ও ভাষা সংকলন সিস্টেম নিয়ে গবেষণা করেন। তাকে Chinese character laser phototypesetting ব্যবস্থার প্রতিষ্ঠাতা বলা হয়। এ প্রযুক্তি উদ্ভাবনে চীনের মুদ্রণ আধুনিক ইলেকট্রনিক মুদ্রণ যুগে প্রবেশ করে। এটি চীনা মুদ্রণশিল্প উন্নয়নের একটি মাইলফলক। জীবদ্দশায় তিনি কম্পিউটার প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে গবেষণা করেছেন এবং অনেক অবদান রেখেছেন।

এই পাঠটি ১৯৯৮ সালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ওয়াং সিউয়ানের দেওয়া একটি ভাষণ। তিনি মনে করেন, মানুষের জীবনে অনেক সুযোগ আসে। এসব সুযোগের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর যখন সুযোগ আসে তখন সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে হয়। তিনি আশা করেন, নিজের অভিজ্ঞতার মাধ্যমে তরুণদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হবে।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

研究 yán jiū গবেষণা 科学研究 বিজ্ঞান গবেষণা kē xué yán jiū 他做了许多研究 tā zuò le xǔ duō yán jiū সে অনেক গবেষণা করেছে।

重要 zhòng yào গুরুত্বপূর্ণ 重要的会议 zhòng yào de huìyì গুরুত্বপূর্ণ মিটিং 重要的决定zhòng yào de jué dìng গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত / বাছাই 这个工作对他非常重要 zhè gè gōng zuò duì tā fēi cháng zhòng yào

এই কাজ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ

选择 xuǎn zé বাছাই 别无选择 bié wú xuǎn zé অন্য কোনো বাছাই নেই做出选择 zuò chū xuǎn zé
বাছাই করা

成功 chéng gōng সফল/সাফল্য 他成功了tā chéng gōng le সে সফল হয়েছে 这个项目取得了巨大的成功 zhè gè xiàng mù qǔ dé le jù dà de chéng gong এই প্রকল্প বিপুল সাফল্য অর্জন করেছে।