মাতৃভূমির কোলে ফিরে আসার পর ম্যাকাও পর্তুগিজভাষী দেশ ও চীনের মধ্যে সংলাপের মাধ্যম হয়ে উঠেছে
2020-12-29 10:51:21

ম্যাকাও চু নদীর তীরে একটি উজ্জ্বল ও মূল্যবান মুক্তা। চীন ও পর্তুগিজ সরকারের মধ্যে আলোচনা ও পরামর্শের পর, প্রাচীন ইতিহাস-সহ এই ছোট শহরটি ২২ বছর আগে মাতৃভূমিতে ফিরে আসে। "এক দেশ, দুই সমাজব্যবস্থা" নীতির আলোকে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে উন্নত হয়েছে। এসময় বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের মূল আইনিব্যবস্থাকে সম্মান করে, উচ্চতর স্বায়ত্তশাসন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও এর বাসিন্দাদের বহু-জাতিগত প্রকৃতি বজায় রেখেছে।

 

ম্যাকাওয়ের অর্জন দেখে বিশ্লেষকরাও দারুণ আশাবাদী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া তথ্য অনুসারে, মাক্যাওয়ে বিশ্বব্যাপী মাথাপিছু সর্বোচ্চ জিডিপি বিভিন্ন শহরের মধ্যে শক্তিশালী আর্থিক ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তুলেছে।

 

 

আরও সুন্দরভাবে ম্যাকাওকে মাতৃভূমির সঙ্গে সমন্বয় করার জন্য, চীন সরকার ম্যাক্যাওয়ের সমাজ, অর্থনৈতিক ব্যবস্থা এবং জীবনযাত্রা ৫০ বছর ধরে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাক্যাওয়ে পর্তুগিজ ভাষার ব্যবহার চালু রাখা এবং পর্তুগিজ ও চীনা ভাষা উভয়ই ম্যাক্যাওয়ের সরকারি ভাষা; ম্যাকাওবাসী অন্যদের মতোই ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন; পর্তুগিজ আইন-ভিত্তিক মূল আইনি ব্যবস্থাটি মূলত অপরিবর্তিত। হংকং ইস্যু বা ম্যাকাও ইস্যু নির্বিশেষে, চীন সরকার তাদের মূল আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের উচ্চতর স্বায়ত্তশাসন বজায় রেখেছে। এটি অত্যন্ত উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত। পাঁচ শতাব্দী ধরে, ম্যাকাওয়ে আটটি পর্তুগিজভাষী দেশ অ্যাঙ্গোলা, ব্রাজিল, কেপ ভার্দে, গিনি-বিসাউ, মোজাম্বিক, পর্তুগাল, সাও টোমে এন্ড প্রিন্সিপে এবং পূর্ব তিমুরের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় বজায় রেখেছে।

 

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার প্রতিষ্ঠার পর, চীন ও পর্তুগিজভাষী দেশগুলোর সংযোগ স্থাপনের মঞ্চ হিসাবে ম্যাকাওয়ের ভূমিকা আরও উন্নত করতে চীন সরকার ২০০৩ সালে চীন-পর্তুগিজভাষী দেশসমূহ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরাম (মাকাও) প্রতিষ্ঠা করে।

 

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের পর্তুগালের রেখে যাওয়া ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় অসামান্য দক্ষতা রেখেছে। ঐতিহাসিক জেলা ম্যাকাও জাতিসংঘের "ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়" অন্তর্ভুক্ত হয়েছে, ম্যাকাওয়ের নাগরিকদের বহুল প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার পুরানো শহরের ঐতিহাসিক ভবন পুনরুদ্ধার করেছে এবং ‘পর্তুগিজ নুড়ি রাস্তার স্কয়ার’ এবং রাস্তা বেশ প্রশস্ত রয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব স্তরে শিক্ষার আওতায় পর্তুগিজ শিক্ষার প্রচার করেছে এবং মূল ভূখণ্ডের জন্য পর্তুগিজ শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার পর্তুগিজভাষী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ে উত্সাহ দেয় এবং বিভিন্ন শিল্পের উত্সব আয়োজনে সমর্থন দেয়। যেমন, চীন-পর্তুগিজভাষী দেশ সংস্কৃতি সপ্তাহ, সাহিত্য উত্সব, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ইত্যাদি।

 

"এক দেশ, দুই সমাজব্যবস্থা" নীতি বাস্তবায়ন ম্যাকাওকে গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সাহায্য করেছে। এটি ম্যাকাওয়ের ভবিষ্যত অর্থনৈতিক বৈচিত্র্য ও ভৌগোলিক খাতে অনেক গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয়েছে যে, ম্যাকাও আর ক্যাসিনো-শিল্পের উপর নির্ভরশীল নয়, বরং তা টেকসই উন্নয়ন অর্জন করবে এবং এর সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বতন্ত্র অবস্থা রক্ষা করবে।