গত সপ্তাহে চীনে প্যাকেজ বিতরণের পরিমাণ ৮হাজার কোটি ছাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, ও নভেম্বর মাসে প্যাকেজ বিতরণের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪৪.৬শতাংশ, ৪৩.০শতাংশ ও ৩৬.৫শতাংশ বেশি।
চলতি বছরে চীনের প্যাকেজ শিল্পের উন্নয়ন নেতিবাচক থেকে ইতিবাচক ধারায় ফিরে এসেছে। সেসঙ্গে এ শিল্প দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জন করে।
গত জানুয়ারি মাসে কোভিড-১৯ মহামরির প্রভাবে এ শিল্পের প্রবৃদ্ধি প্রথম বারের মতো নেতিবাচক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে খুর দ্রুতই ঘুড়ে দাড়িয়ে ইতিবাচক ধারায় ফিরে আসতে সক্ষম হয়।
এমন পরিবর্তনের পেছনে কী কী কারণ থাকতে পারে?(শিশির/এনাম/রুবি)