রোদ ঝলমলে দিন
2020-12-28 10:18:13

রোদ ঝলমলে দিন_fororder_TIM截图20200702174131

বন্ধুরা, জীবন থেকে আরেকটি বছর বিদায় নিচ্ছে। বিদায়ী বছরে বিশ্বে অনেক কিছুই ঘটেছে, অনেক পরিবর্তনও হয়েছে। তবে আমাদের অনুষ্ঠান ও সংগীত সবসময় আপনার সঙ্গে ছিল, সবসময় আপনাদের জন্য সুন্দর গান পরিবেশন করেছে ও করবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ২০২০ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় কিছু গান শুনবো। আশা করি সুন্দর সংগীতের মাধ্যমে আপনারা পুরানো বছরের সব দুঃখ ব্যথা ভুলে যাবেন এবং আন্তরিকভাবে নতুন বছরকে স্বাগত জানাবেন।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ চে লুনের গান ‘রোদ ঝলমলে দিন’। গানটি ২০০৩ সালে মুক্তি পেলেও গত বছর চীনে সবচেয়ে বেশি শোনা  হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ১

বন্ধুরা, এবার আমরা শুনবো ‘তোমাকে দেখতে চাই’ গানটি, গেয়েছে ৮৩১ সংগীত দল। গানটি ২০২০ সালে চীনের বেশ জনপ্রিয় একটি টিভি নাটক—‘তোমাকে দেখতে চাই’-এর থিম সোং। গানে প্রিয় মানুষকে দেখতে চাওয়ার আগ্রহ তুলে ধরা হয়। আশা করি, নতুন বছর আপনারা যাকে দেখতে চান তাকে দেখতে পাবেন। গান ২

এবার আমরা শুনবো টিভি নাটক ‘তোমাকে দেখতে চাই’-এর আরেকটি গান- ‘last dance’। আসলে গানটি ১৯৯৬ সালে প্রকাশিত হয়, এর মূল গায়ক চীনের বিখ্যাত রক গায়ক উ পাই। গানে খুব কোমল ও মনোমুগ্ধকর সুর ও কথায় এক দম্পতির বিচ্ছেদের গল্প বলা হয়েছে। ২০২০ সালে গানটি আবারও জনপ্রিয়তা পায়। বন্ধুরা, এখন এই সুন্দর গান last dance শুনুন।গান ৩

২০২০ সালে যদি সবচেয়ে জনপ্রিয় গায়ক নির্বাচন করা হয়, তাহলে সেই গায়ক হবেন চৌ শেন। তিনি অসাধারণ সুন্দর ও পরিষ্কার কণ্ঠের জন্য পরিচিত। সবাই তার আকর্ষণীয় কণ্ঠের প্রশংসা করে। ২০২০ সালে তিনি অনেক সুন্দর গান গেয়েছেন এবং চমত্কার পারফরম্যান্স করেছেন। বন্ধুরা, এখন শুনুন চৌ শেনের গাওয়া খুব সুন্দর একটি গান ‘বাতাস বয়ে গেছে’।গান ৪

২০২০ সালে নভেল করোনা ভাইরাস মহামারি বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আমাদের জীবন ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। এ সময় চিকিত্সাকর্মী, পুলিশ, বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার মানুষ মহামারি প্রতিরোধে নিজের শক্তি দিয়ে ভূমিকা রেখেছে। অনেক গায়ক প্রযোজকও সংগীত রচনা বা দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের গান মানুষকে সান্ত্বনা ও শক্তি দিয়েছে। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় গায়ক লিন চুন চিয়ের মহামারি নিয়ে রচিত একটি গান ‘stay with you’।গান ৫

বন্ধুরা, এখন আমরা শুনবো চীনের নতুন গায়ক তান ই ছুনের গাওয়া গান ‘চিরসবুজ’। তান ই ছুন হলেন ২০২০ সালে চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘দ্য ভয়েস অফ চায়নার’ চ্যাম্পিয়ন। খুব তরুণ হলেও তার কণ্ঠ ও পারফরম্যান্স অনেক পরিপক্ব ও বেশ সুন্দর। অনুষ্ঠানের শুরুতেই তার গান চীনের ইন্টারনেটে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। ‘চিরসবুজ’-এর মূল গায়ক তাইওয়ানের বিখ্যাত গায়িকা আই ই লিয়াং, গানটি অনেক গভীর ও কঠিন। তবে তান ই ছুনের কণ্ঠে তা অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। বন্ধুরা, এখন তান ই ছুনের কণ্ঠে সুন্দর গান ‘চিরসবুজ’ শুনুন।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা শুনবো খুব প্রফুল্ল ও মিষ্টি একটি গান, গানের নাম ‘Mojito’; গেয়েছেন চীনা সংগীত জগতের অন্যতম জনপ্রিয় গায়ক চৌ চিয়ে লুন। তার অনেকগুলো গান বেশ জনপ্রিয়। এই Mojito মদ থেকে গানের অনুপ্রেরণা তৈরি হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা বিক্রির রেকর্ড সৃষ্টি করে। এটি বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কারও পেয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনুন। আশা করি এ গানের মত নতুন বছর আপনাদের জীবনও সুন্দর হয়ে উঠবে।গান ৭

বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।