আকাশ ছুঁতে চাই ---2020.12.24
2020-12-24 16:21:24

**নারী সংবাদ **

 এ বছরের রোকেয়া পদক পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী।  ৯ ডিসেম্বর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর শিক্ষায় অধ্যাপক ড. শিরীন আখতার, নারী ক্ষমতায়নে কর্নেল ডা. নাজমা বেগম, আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলিকা চাকমা, সংস্কৃতিতে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি ও নারী অধিকারে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার রোকেয়া পদক লাভ করেন। পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের অবদান অব্যহত রাখবে।

 

**সাক্ষাত্কার**

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার। তিনি প্রথম নারী যিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক হয়েছেন। তিনি শুনিয়েছে তার জীবনের সাফল্যের কথা।

আকাশ ছুঁতে চাই ---2020.12.24

 

** চীনের নারী জেনারেল হুয়া মুলান**

হুয়া মুলান হলেন চীনের কিংবদন্তির বীর নারী। তিনি খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকের দিকে চীনের উত্তর ওয়েই রাজ্যের এক যোদ্ধা ছিলেন। হুয়া মুলান তার যোদ্ধা পিতার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন।

ওয়েই রাজ্য শত্রু আক্রান্ত হলে তিনি তার অসুস্থ পিতার পরিবর্তে পুরুষের ছদ্মবেশে যুদ্ধে যান কারণ সেসময় নারীদের যুদ্ধে যোগদানের কোন নিয়ম ছিল না। হুয়া মুলান যুদ্ধে বিশাল কৃতিত্ব প্রদর্শন করেন এবং বীর হিসেবে খ্যাতি পান। তিনি সেনাপতি হয়েছিলেন এবং মূলত হুয়া মুলানের বীরত্বের জন্যই যুদ্ধে শত্রুরা পরাজিত হয়। ওয়েই রাজ্যের রাজা যখন জানতে পারেন যে হুয়া মুলান একজন নারী তখন তিনি তার অনেক প্রশংসা করেন।

 যুদ্ধ শেষে হুয়া মুলান রাজদরবারে উচ্চ পদের প্রস্তাব ত্যাগ করে গ্রামে নিজের পরিবারে ফিরে যান এবং বৃদ্ধ পিতার সেবায় দিন কাটান। হুয়া মুলানের বীরত্ব নিয়ে প্রাচীন ও মধ্যযুগের চীনে অনেক কাব্য ও গান বাঁধা হয়। হুয়া মুলান বাস্তবে ছিলেন না তিনি শুধুই কাব্যের নায়িকা সেটা নির্ধারণ করা না গেলেও চীনের কিংবদন্তির বীর নারী হিসেবে হুয়া মুলান সারা বিশ্বেই পরিচিতি পেয়েছেন। এ নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে।

আকাশ ছুঁতে চাই ---2020.12.24_fororder_22

 

**ঘরোয়া টিপস **

শীত মৌসুম চলছে। এ সময় ঠাণ্ডা কাশি থেকে বাঁচতে হালকা গরম পানি পানের অভ্যাস করুন। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন গরম পানি ও এক চা চামচ মধু আপনাকে ঠাণ্ডা কাশি থেকে বাঁচাতে পারে।

শিশুর দিকেও এ সময় বিশেষ খেয়াল রাখতে হয়। শীতে শিশুর জন্য চাই বিশেষ যত্ন। যথেষ্ট পরিমাণে গরম জামা কাপড় পরিয়ে রাখতে হবে আর শিশু যেন  সকালের রোদে খেলা করার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখুন। কারণ সকাল বেলার রোদে রয়েছে ভিটামিন ডি যা  ছোট বড় সকলের জন্যই উপকারী। 

নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। আর করোনা মহামারীর এই সময়ে অবশ্য অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, নিরাপদ থাকুন। (তানজিদ বসুনিয়া)

 

**অসামান্য নারী মেরি কুরি**

 

মেরি কুরি হলেন অসামান্য নারী বিজ্ঞানী।

নোবেলজয়ী  প্রথম নারী হলেন বিজ্ঞানী মেরি কুরি। তিনি ১৯০৩ সালে তার স্বামী ও সহগবেষক  পিয়েরে কুরি এবং পদার্থবিদ হেনরি বেকরেলের সঙ্গে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১১ সালে তিনি এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান।  তিনি হলেন প্রথম নারী বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুটি শাখায় দুবার নোবেল পেয়েছেন। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী অধ্যাপক। তিনিই প্রথম নারী যাকে তার মেধার কারণে প্যারিসের সম্মানসূচক সমাধিস্থল প্যান্থিয়নে সমাধিস্থ করা হয়। মেরি কুরির পুরো নাম ছিল মারিয়া সালোমিয়া স্কোলদোভস্কা। ১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের ওয়ারশ শহরে তাঁর জন্ম  এবং ১৯৩৪ সালের ৪ জুলাই ফ্রান্সে তার মৃত্যু হয়। দারিদ্র্য বৈষম্য সবকিছুর বিরুদ্ধে সংগ্রাম করেই এই মহিয়সী নারী জীবনে সাফল্য পেয়েছিলেন।

আকাশ ছুঁতে চাই ---2020.12.24_fororder_33

 

সম্পাদনা: শান্তা মারিয়া