সহজ চীনা ভাষা: হুখৌ জলপ্রপাত
2020-12-24 17:53:50

হুখৌ জলপ্রপাত চীনের হুয়াংহ্য নদীর একটি বড় জলপ্রপাত এবং চীনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। এটি শানসি ও শায়ানসি প্রদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত। জলপ্রপাতের উচ্চ অববাহিকায় নদীটি প্রায় ৩০০ মিটার চওড়া, আর ৫০০ মিটার দূরত্বে নদীটির বেধ হঠাত্ করে ৩০ মিটার কমেছে। এরপর ২০ মিটার উচ্চতা থেকে সোজা নিচে পড়ে অসাধারণ জলপ্রপাতে পরিণত হয়েছে। বিভিন্ন ঋতুতে হুখৌ জলপ্রপাতে আলাদা দৃশ্য দেখা যায়। গরমকাল ও শরত্কালে অর্থাত হুয়াংহ্য নদীতে বড় পরিমাণ জল প্রবাহের সময়, জলপ্রপাতের উচ্চতা প্রায় ৪০ মিটারে পৌঁছায়। তখন অনেক দূর থেকেও জলপ্রপাতের প্রচণ্ড শব্দ শোনা যায়, কাছাকাছি ঘন কুয়াশার কারণে প্রায় কিছুই দেখা যায় না! শীতকালে হুয়াংহ্য নদীর পানি প্রবাহ কমে যায়। তাই খুব ভালোভাবে হুখৌ জলপ্রপাত দেখা যায়। তখন খুব কাছ থেকেই হুখৌ জলপ্রপাতের পুরো দৃশ্য ও দু’পাশের খাড়া ঢাল দেখা যায়। রোদ-ঝলমলে দিনে হয়তো রংধনুও হাজির হয়। আর আবহাওয়া অনেক ঠান্ডা হলে, দু’পাশের ঢালে ছোট-বড় ঝুলন্ত বরফ-শলাকা দেখা যায়। এই পাঠে লেখক আকর্ষণীয় ভাষায় বিভিন্ন ঋতুতে হুখৌ জলপ্রপাতের অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

瀑布 pù bù জলপ্রপাত  湍急的瀑布 tuān jí de pù bù খরস্রোতা জলপ্রপাত 湍急的河流tuān jí de hé liú খরস্রোতা নদী

壮观 zhuàng guān অসাধারণ  壮观的景色 zhuàng guān de jǐng sè অসাধারণ দৃশ্য  这个高楼看起来十分壮观 এই উচ্চ ভবন দেখতে অসাধারণ (সুন্দর) zhè gè gāo lóu kàn qǐ lái shí fēn zhuàng guān

出现 chū xiàn হাজির হওয়া 他出现了 tā chū xiàn le সে হাজির হয়েছে  天空中出现了彩虹 tiān kōng zhōng chū xiàn le cǎi hóng আকাশে রংধনু হাজির হয়েছে

结冰 jié bīng বরফে পরিণত হওয়া  瀑布结冰了 pù bù jié bīng le এই জলপ্রপাত বরফে পরিণত হয়।