ছি ছিন
2020-12-24 17:46:56

ছি ছিন_fororder_TIM截图20201224174610

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের বিখ্যাত গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার নাম ছি ছিন। গোটা জীবনে তিনি অনেক জনপ্রিয় গান রচনা করেছেন এবং এক সময় চীনা সংগীতের নেতৃত্বও দেন। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ১৯৭৮ সালে প্রকাশিত ছি ছিনের জনপ্রিয় একটি গান ‘বাইরের দুনিয়া’।গান ১

ছি ছিন ১৯৬০ সাল চীনের তাইওয়ানের তাইচোং শহরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তার বড় বোনের প্রভাবে তিনি গিটার বাজানো শিখেন এবং সংগীত অনুরাগী হয়ে ওঠেন। এরপর ছি ছিন বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করা শুরু করেন। ১৯৮০ সালে একজন প্রযোজক তার সংগীত প্রতিভা আবিষ্কার করে এবং তাকে পেশাদার শিল্পী হওয়ার প্রস্তাব দেয়। ১৯৮১ সালে ছি ছিন তার প্রথম অ্যালবাম ‘আবার তাকে দেখি’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন শুনুন ছি ছিনের জনপ্রিয় একটি গান ‘রাত’।গান ২

১৯৮৫ সালে ছি ছিন অ্যালবাম ‘নেকড়ে’ প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো বেশ শক্তিশালী ও আবেগপূর্ণ। এটি তত্কালীন তাইওয়ানের জনপ্রিয় গানের শৈলীর চেয়ে একেবারে আলাদা। নতুন শৈলীর এসব গান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, আর ছি ছিন এই অ্যালবামের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। বন্ধুরা, এখন এই অ্যালবাম থেকে ছি ছিনের একটি জনপ্রিয় গান ‘নেকড়ে’ শুনবো।গান ৩

১৯৮৭ সালে ছি ছিন নতুন অ্যালবাম ‘শীতকালের বৃষ্টি’ প্রকাশ করেন, এই অ্যালবাম সম্পূর্ণভাবে তার সংগীত প্রতিভা তুলে ধরেছে। এর মধ্যে গান ‘শীতকালের দিক’ প্রকাশের পরপরই বেশ জনপ্রিয় হয় এবং বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। গানে গভীর ও মনোমুগ্ধকর ভালোবাসার কথা বলা হয়েছে। আর এখন পর্যন্ত গানটি অনেক জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, এখন ছি ছিনের এই সুন্দর গান ‘শীতকালের দিকে’ শুনবো।গান ৪

১৯৮৮ সালে ছি ছিন চীনের বিখ্যাত রক রেকর্ড কোম্পানিতে যোগ দেন। পরে আরো ভালোভাবে সংগীত তৈরির জন্য তিনি নিজের ব্যান্ড ‘হোং’ প্রতিষ্ঠা করেন। একজন জনপ্রিয় গায়ক হলেও তার ব্যান্ডে সবাই অনেক নতুন ও তরুণ শিল্পী। তারা ছি ছিনের সঙ্গে অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। ছি ছিনের কারণে পরবর্তীতে তারা বিখ্যাত গায়ক বা প্রযোজক হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন ছি ছিন ও ব্যান্ড ‘হোংয়ের’ একসঙ্গে গাওয়া গান ‘নিজের অনুভূতি অনুভব করি’।গান ৫

১৯৯১ সালে ছি ছিন চীনের মূলভূখণ্ডে কনসার্ট ট্যুর আয়োজন করার প্রথম তাইওয়ান গায়ক হন, আর তার কনসার্ট অনেক জনপ্রিয় হয়েছে এবং চীনা সংগীত মহলে ব্যাপক প্রভাব ফেলেছে। ১৯৯৩ সাল থেকে ছি ছিন আরো বেশি প্রযোজনার কাজ করা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি অ্যলবাম ‘ব্যথা ও খুশি’ প্রকাশ করেন। তখন থেকে তার গানের শৈলী রক থেকে গভীর প্রেমের গানে রূপান্তরিত হয়। তবে, ছি ছিনের সব ধরনের গানই বেশ জনপ্রিয়।বন্ধুরা, এখন শুনুন ছি ছিনের ‘ব্যথা ও খুশি’ অ্যালবামের একটি সুন্দর গান ‘অতীতের স্মৃতি সময়ের সঙ্গে মুছে যায়’।গান ৬

বর্তমানে ছি ছিন অল্প কিছু গান প্রকাশ করেছেন। তবে ৩০ বছর পার হলেও তার গানগুলো বেশ জনপ্রিয় হয়ে রয়েছে এবং তা চীনা সংগীত মহলের ক্লাসিক গান হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ছি ছিনের আরেকটি জনপ্রিয় গান ‘কাঁদতে চাই না’ শুনবো। গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn।  আবার কথা হবে।