ডিসেম্বর ২৩: সম্প্রতি চীনের বিরুদ্ধে কিছু পশ্চিমা দেশ সিনচিয়াং ইস্যুতে আবারও মিথ্যাচার করেছে। গত ১৫ ডিসেম্বর মার্কিন থিংক ট্যাঙ্কের বৈশ্বিক নীতি কেন্দ্রে এক রিপোর্ট প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, সিন চিয়াংয়ে ৫ লাখেরও বেশি মানুষকে তুলা ক্ষেতে বাধ্যতামূলকভাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে।
গত ১৭ ডিসেম্বর ইউরোপীয় সংসদে গৃহীত এক প্রস্তাবে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উইগুরসহ সংখ্যালঘু জাতির লোকজনকে ‘জোরপূর্বক শ্রম’ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ আনা হয় চীন সরকারের ওপর। বাস্তবতা হচ্ছে, তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর ধারণা পুরোপুরি চীনবিরোধী মিথ্যা প্রচারণা মাত্র। এ প্রচারণায় ইচ্ছাকৃতভাবে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজকে তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’ বলে আখ্যায়িত করা হচ্ছে। এটা সাদাকে কালো এবং কালোকে সাদা করার অপচেষ্টা মাত্র। এসব প্রচারণার উদ্দেশ্য চীনের ওপর দোষারোপ করা, চীনের বিভিন্ন জাতির মধ্যে সুসম্পর্ক নষ্ট করা এবং চীনের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা।