ছেন মিং চেন
2020-12-22 19:32:45

ছেন মিং চেন

ছেন মিং চেন, ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের চাং হুয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯০ সালের অক্টোবর মাসে ছেন মিং চেন নিজের প্রথম অ্যালবাম ‘পাখা’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা রাখেন।

 

এখন শুনুন ছেন মিং চেনের গান ‘তোমাকে শতভাগ ভালোবাসে ৭০ ভাগ অশ্রু’। গানের কথাগুলো এমন: গতকালের আমরা, এই অনুভূতি এখনো সত্য। আজকের চোখে, আন্তরিকতা আর দেখা যায় না। আমি তোমার ভালোবাসায় মাতাল হয়েছি, কেন তুমি আর আমার কথা ভাব না। আজকের তোমরা, এখন প্রেমিক প্রেমিকা, আমি জিজ্ঞাস করতে চাই না, তোমার মন আর আমার না। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের গান ‘লাখ লাখ চুমু’। গানের কথায় বলা হয়েছে, আমি মনে করি, পূর্বজীবনে আমরা নিশ্চয় প্রেমিক প্রেমিকা ছিলাম। তা নাহলে আমি কেন তোমাকে এত ভালোবাসি; আমি তোমার কাছে লাখ লাখ চুমু চাই। আমি চাই, এই জীবনের সব স্বপ্নে তুমি থাকো। আমি তোমার মুখ পছন্দ করি। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘প্রথম প্রেমিকা’। গানের কথা এমন: যেদিন তুমি চলে যাবে, সেদিন আমাকে দুঃখের কথা জানাবে না। সবাই বলে, প্রথম প্রেম নিশ্চয় ভেঙে যাবে। যেদিন তুমি চলে যাবে, সেদিন মন শান্ত করবে। ভবিষ্যতের স্মৃতি আরো সুন্দর হবে। ভালোবাসা নিখুঁত নয়, সে কারণটি খোঁজার দরকার নেই। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের আরেকটি গান, গানের নাম ‘কোথায় এত ভালো মানুষ পাবো’। গানের কথায় বলা হয়েছে: কে বলেছে, তাইপেই-এর জীবন ভালোবাসার মত সহজ, প্রিয় বোন, আমি মাতাল হতে চাই না। কোথায় এত ভালো মানুষ পাবো, যে আমার যৌবনে যোগ দেবে। কোথায় এত উষ্ণ হাত পাবো, যে আমার খুশিতে খুশি হবে। কোথায় এত ভালো মানুষ পাবো, যে আমার হাজার মাইল যাত্রার সঙ্গী হবে! আচ্ছা বন্ধুরা, এখন শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের গান ‘আমি নিজের মতো করে তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি নিজের মতো করে তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মনের কথা বলছি। আমি তোমার আনন্দ চাই, তুমি আমার ভালোবাসা বোঝো? আচ্ছা, এখন গানটি শুনুন।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন মিং চেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)