জি খ্য চুন ই
2020-12-20 19:25:55

জি খ্য চুন ই

জি খ্য চুন ই, তাঁর হান জাতির নাম ওয়াং জুন ই। তিনি ১৯৮৮ সালের ১৩ মে চীনের সিছুয়ান প্রদেশের কান লুও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের ই জাতির একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

২০১২ সালে জি খ্য চুন ই চীনের চ্য চিয়ান প্রদেশের সংগীত প্রতিযোগিতা-সংক্রান্ত টিভি অনুষ্ঠান ‘ভয়েস অব চায়না’তে অংশ নিয়ে তৃতীয় পুরস্কার অর্জন করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। একই বছর তাঁর প্রথম গান ‘রঙিন কালো’ প্রকাশিত হয়েছে।

 

বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র গান ‘প্রিন্সেস পাওয়ার’। গানের কথা এমন: আমার হত ধরে প্রতিশ্রুতি দাও। আমাদের মধ্যে ম্যাজিক সৃষ্টি হয়। আকাশে রঙিন আলো দেখা দেয়, যা আমাদের হৃদয়ের বিশেষ সম্পর্ক। প্রিন্সেস পাওয়ার, এত রহস্যময় প্রিন্সেস পাওয়ার, কত উজ্জ্বল!

আচ্ছা, তাহলে শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, তার নাম ‘ভয় পেও না’। এটি চীনের ই জাতির নিজস্ব ভাষার একটি গান।  গানে বলা হয়: ভয় পেও না, ভয় পেও না, ভীষণ ঠান্ডা হোক, চরম গরম হোক, ভয় পেও না, ভয় পেও না। যত ব্যথা হোক, যত দুঃখ হোক, ভয় পেও না, ভয় পেও না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র আরেকটি সুন্দর গান- ‘সমুদ্র হৃদয়’। এটি হল ডিসনি কার্টুন চলচ্চিত্র ‘মোয়ানা’-এর থিম সং-এর চীনা ভাষার সংস্করণ। গানের কথায় বলা হয়: অসীম দূরে, সেখানে সূর্যের আলো আছে। অন্যদের দেওয়া স্বপ্ন পূরণ করো না, আমার নিজের মুখ আছে। ভুল করতে করতে বড় হয়ে যাই। যত কঠিন হোক না কেন, আমি, সব জায়গায় যেতে পারি। আচ্ছা, শুনুন সুন্দর এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র আরেকটি গান, গানের নাম: কে। গানের কথাগুলো এমন: কে বলেছে, আমাকে নিয়ে পাহাড় অতিক্রম করবে। কে বলেছে, সবসময় আমার হাত ধরবে। সময় চলে যায়, কে বলেছে, আমাকে চুল সাদা হওয়া পর্যন্ত ভালোবাসবে। কিন্তু তুমি হঠাত্ স্বপ্নের ওই পাশে অদৃশ্য হয়ে যাও। একবার বিদায়ও না-বলে চলে যাও।

আচ্ছা, তাহলে শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র গান, গানের নাম ‘বর্তমান আমি’। গানের কথাগুলো এমন: শহরের আলো, মানুষের কল্পনা। সব লুকিয়ে রাখ হল। আমি কি বলছি, এটা কারও দায়িত্ব। শুধুই কঠিনতা পরাজিত করেই এ অর্জন করা যায়। সাহসের সঙ্গে একাকী অনুভূতি জয় করতে পারে। প্রতি মুহূর্তে, আমি আনন্দিত হবো।

 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জি খ্য চুন ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)