সুয়ান জি
2020-12-20 19:31:38

সুয়ান জি

সুয়ান জি, তাঁর আসল নাম চাং সুয়ান জি। ১৯৮৬ সালের ২২ এপ্রিল চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের পপ সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০০৪ সালে সুয়ান জি ‘হাল্কা বাতাসে মাতাল হয়ে যাই’ গানটি গেয়ে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০০৫ সালে তিনি তাইওয়ান প্রদেশের একজন গীতিকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং পেশাদার কণ্ঠশিল্পীতে পরিণত হন।

 

এখন শুনুন সুয়ান জি’র গান ‘ভালোবাসা ইচ্ছামত সুন্দর না’। গানের কথাগুলো এমন: বিশ্বে অশ্রু এত মূল্যবান। হৃদয়ও ভেঙে  গেলেও একজন শিক্ষক হওয়া যায়। সারা জীবন তোমার জন্য কষ্ট পাই। ব্যথা হলেও আমি পাত্তা দেই না। শুধুই তোমার আদর চাই। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘যখন শুধু আমি আছি’। গানের কথায় বলা হয়েছে: আমি কিছু কথা বলি নি, কিছু স্বপ্ন আমি দেখি নি। তবে আমরা শুধু এখন দু’জন আছি। আমি দক্ষিণ দিকে যাই, তুমি উত্তর দিকে যাও। এই মরুভূমিতে আমি আছি। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে সুন্দর গানটি আপনাদের শোনাবো, এর নাম ‘ফেরত দাও’। গানে বলা হয়েছে: আমি তোমার কথা মিস করি, আমি তোমার দিকে তাকাই। পিছনে ফুল ফুটেছে, পথের সেতুতে কেউ নেই। সারা জীবন আমার একটি বাড়িও নেই, হঠাত্ ঘুম থেকে জেগে উঠে দেখি তুমি নেই। আচ্ছা, শুনুন এই মর্মাহত প্রেমের গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুয়ান জি’র আরেকটি গান, গানের নাম ‘সাত সেকেন্ডের প্রেম’। গানে বলা হয়েছে: তোমার দুনিয়া এত রঙিন ও কঠিন। আমার স্বপ্ন ভেঙে যায়। দু’জনের স্মৃতি চলে যায়। তোমাকে ভালোবাসার অনুভূতি ভিন্ন। বিপদযাত্রা শুরু হয়। সাত সেকেন্ডে তোমাকে ভালোবেসেছি।

আচ্ছা, এখন শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুয়ান জি’র আরেকটি গান, গানের নাম ‘পছন্দ। গানে বলা হয়েছে, তুমি আমাকে কোলে নিয়ে যাও, আস্তে আস্তে আমি সহজ হয়েছি। সব কিছুই গুরুত্বপূর্ণ নয়, আমরা দু’জন পরস্পরকে ভালোবাসলে যথেষ্ট। আমি তোমার সঙ্গে ভ্রমণ করতে পছন্দ করি। আমি তোমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে চাই। আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুয়ান জি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)