সিন চিয়াং নিয়ে পশ্চিমা মিথ্যাচার হাস্যকর: সিআরআই সম্পাদকীয়
2020-12-18 20:09:06

ডিসেম্বর ১৮:  সম্প্রতি পশ্চিমা দেশগুলোর কিছু চীন-বিরোধী শক্তি আবার সিন চিয়াং নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মার্কিন থিংকট্যাঙ্ক বৈশ্বিক নীতি কেন্দ্র গত ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে সিন চিয়াংয়ে ৫ লাখের বেশি উইগুর জনগণকে  সুতা সংগ্রহে বাধ্য করা হয় বলে মিথ্যাচার করে। ইউরোপীয় পরিষদ গতকাল (বৃহস্পতিবার) এক প্রস্তাবে সিন চিয়াংয়ের উইগুর জাতির লোকজনকে বাধ্যতামূলক শ্রমে বাধ্যকরার অভিযোগ আনে।  সাম্প্রতিক মাসগুলোতে চীন বারবার ‘সি চিয়াংয়ে কর্মসংস্থান নিশ্চয়তা’ শীর্ষক শ্বেতপত্র এবং ‘সিন চিয়াংয়ের সংখ্যালঘু জাতির কর্মসংস্থান সংক্রান্ত জরিপ’সহ নানা প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনগুলোতে বিস্তারিত তথ্য-উপাত্ত, উদাহরণ এবং বাস্তব স্বাক্ষাৎকারের মাধ্যমে অঞ্চলটির সংখ্যালঘু জাতির লোকদের সেচ্ছায় কর্মসংস্থানে যোগ দেওয়ার বাস্তবতা তুলে ধরা হয়েছে।  পাশাপাশি সেসব প্রতিবেদনগুলোতে সিন চিয়াংয়ে কর্মসংস্থানের নীতি বর্ণনা করা হয়। সিন চিয়াংয়ে কর্মীদের মৌলিক অধিকার রক্ষা এবং অঞ্চলটিতে বসবাসকারীদের সুখী জীবন নিশ্চিত করতে নানা ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয়েছে। 

 

পশ্চিমা দেশগুলোর চীন-বিরোধী শক্তি চীন সরকারের কর্মসংস্থান নিশ্চয়তা ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করে। তাতে চীনকে অপমান করা, চীনের জাতিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং চীনের উন্নয়ন ঠেকানোর অপচেষ্টা প্রতিফলিত হয়।

 

 (রুবি/এনাম/শিশির)