মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল বাহারের সাক্ষাত্কার
2020-12-18 15:35:14

মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল বাহারের সাক্ষাত্কার

আজকের ‘জীবন যেমন’ আসরে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল বাহার। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সামাজিক কাজের পাশাপাশি নিজেকে একজন যোগ্য ও সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। তিনি বেশকিছু জাতীয়, আন্তর্জাতিক ও বহুজাতিক বেসরকারি ও দাতা সংস্থার অর্থায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী উন্নয়ন-সহযোগী দেশগুলোর মধ্যে চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে চীন বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করছে। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান তিনি। তিনি বিশ্বাস করেন, পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।