চীনের তৈরি টিকা বেশ কয়েকটি দেশের মহামারী প্রতিরোধের আশা জোরালো করছে
2020-12-16 11:12:09

ডিসেম্বর ১৬: নভেল করোনাভাইরাস মহামারীর সংক্রমণের পর থেকে সংশ্লিষ্ট চীনের টিকা গবেষণা থেমে যায়নি। প্রায় এক বছরের প্রচেষ্টার পর চীনের টিকা গবেষণার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। চীন সারা বিশ্বে টিকার অগ্রসর দেশ হয়ে ওঠে। উত্তর গোলার্ধে তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে অনেক দেশে আবার মহামারীর ব্যাপক সংক্রমণের অবস্থা দেখা দেয়। মহামারী নিয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতা অর্জিত হলেও মহামারীর সামনে সবসময়ই সতর্ক থাকা উচিত্। মহামারীর প্রতিরোধ করতে বিভিন্ন দেশ এমন একটি মতৈক্যে পৌঁছেছে, টিকা হলো মহামারী প্রতিরোধের সবচে কার্যকর উপায়। সবচে আগে টিকার গবেষণা চালানো দেশ হিসেবে চীনের তৈরি টিকার কার্যকরিতা ও নিরাপত্তা প্রমাণিত হয়।