বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এটি চীনের লেখক থাও শি লোংয়ের রচিত একটি জনপ্রিয় বিজ্ঞান-ভিত্তিক প্রবন্ধ। থাও শি লোং ১৯৪৯ সাল থেকে বিজ্ঞান-ভিত্তিক প্রবন্ধ রচনা শুরু করেন এবং পরে প্রাকৃতিক বিজ্ঞান ও চীনা সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে গবেষণা করেন। তার লেখা বেশিরভাগ প্রবন্ধ ভূতত্ত্ববিদ্যার সঙ্গে জড়িত। থাও শি লোং ‘শ্রেষ্ঠ জনপ্রিয় বিজ্ঞান লেখকের’ খ্যাতিও অর্জন করেন।
এই পাঠে লেখক সময়ের দৃষ্টিকোণ থেকে ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে কথা বলেছেন। সময় স্পর্শ করা, দেখা বা শোনা যায় না। তবে, এই পাঠে লেখক বলেছেন, সময় দেখা না গেলেও সময় পৃথিবীতে ‘পদচিহ্ন’ রেখে যায়; যেমন শিলাখণ্ডে। একটি শিলা তৈরি হতে দীর্ঘ সময় লাগে, আর সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে, শিলার বুকে সেসব চিহ্ন রয়ে যায়। অনেক বছর পর শিলায় চিহ্ন দেখে মানুষ জানতে পারে- কত সময় পার হয়েছে এবং এ থেকে অনুমান করা যায়, এ সময় পৃথিবীতে কী কী পরিবর্তন ঘটেছে। শিলা যেন সময় ও পৃথিবীর রেকর্ডার, আমাদের পৃথিবীর ইতিহাস জানায়! ভূতত্ত্ববিদ্যার আকর্ষণীয় এ দিকটি লেখক এই পাঠে তুলে ধরেছেন।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
地质dì zhì ভূতত্ত্ব 地质学 dì zhì xué ভূতত্ত্ববিদ্যা
脚印 jiǎo yìn পায়ের ছাপ বা পদচিহ্ন 动物的脚印 dòng wù de jiǎo yìn পশুর পায়ের ছাপ 留下脚印 liú xià jiǎo yìn পায়ের ছাপ রেখে যাওয়া
留下liú xià রাখে যাওয়া 留下难忘的回忆 liú xià nán wàng de huí yì স্মরণীয় স্মৃতি রেখে গেছে
记录 jì lù রেকর্ড/রেকর্ড করা 创造新的记录 chuàng zào xīn de jì lùনতুন রেকর্ড সৃষ্টি করা这本书里没有关于他的记录 zhè běn shū lǐ méi yǒu guān yú tā de jì lù সে সম্পর্কে বইটিতে কোনো রেকর্ড নেই।
记录历史 jì lù lì shǐ ইতিহাস রেকর্ড করা 记录考试成绩 jì lù kǎo shìchéng jì পরীক্ষার ফল রেকর্ড করা