দ্বৈত নীতি গ্রহণ করে টুইটার বিবেকের বিসর্জন দিল: সিআরআই সম্পাদকীয়
2020-12-14 20:25:20

ডিসেম্বর ১৪: গতকাল (রোববার) চীনের নান চিং গণহত্যার সপ্তম জাতীয় শোক দিবস পালিত হয়। এ দিন নিখিল চীনে যথাযথ ভাবগম্ভীর্যের সহিত জাপানের আগ্রাসনে নিহত ৩ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তির সদিচ্ছা প্রকাশ করা হয়।

 

তবে এ নিয়ে বিশ্বখ্যাত যোগাযোগমাধ্যম টুইটার  এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। অনেক দর্শক নান চিং গণহত্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও ভিডিও টুইটারে পোস্ট করলে ‘সহিংসতা’র অজুহাতে টুইটার কর্তৃপক্ষ সে পোস্টগুলো সরিয়ে দেয়।

 

অন্যদিকে জাপানের ডানপন্থীদের ইতিহাসকে সাদা-কালো বলে উল্লেখ করা মন্তব্যের পোস্ট ঠিকই টুইটারে রয়ে গেছে। এর মাধ্যমে টুইটার যে দ্বৈত নীতির প্রকাশ করলো, তাকে অনেক বিশেষজ্ঞ  বিকৃত মূল্যবোধের প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তেও এ মন্তব্য করা হয়েছে।

 

সম্পাদকীয়তে বলা হয়ে, এটা সর্বজন বিধিত যে, নান চিং গণহত্যার বিচার ফারইস্ট আন্তর্জাতিক সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল। টুইটারের বাদ দেওয়া ছবি ও ভিডিও  আন্তর্জাতিক সমাজে প্রচলিত ঐতিহাসিক সত্য। টুইটার কি বিবেক হারিয়েছে? তার কর্মকান্ড নিয়ে অনেক দর্শক সমালোচনা করে বলেন, সবার উচিৎ ইতিহাসের দিকে ফিরে দেখা এবং সত্যকে উপেক্ষা না করা।

 

 (রুবি/এনাম/শিশির)