রোববারের আলাপন-201213
2020-12-13 19:51:18

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, ১৯৯৫ সালে চীনের “ গণ শরীরর্চচা পরিকল্পনা গাইডলাইন” প্রকাশ ও জারি করা হয়। এটি ছিল চীনের শরীরচর্চা উন্নয়নের জন্য প্রথম গাইডলাইন। ২৫ বছর ধরে চীনের গণশরীরচর্চা অনেক উন্নত হয়েছে। 
 
বন্ধুরা, আগের এক অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চ্যেচিয়াং প্রদেশের এক গ্রামীণ দম্পতির দ্রুত বিটের নাচের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারা নাচের মাধ্যমে মানুষকে শরীরচর্চায় অনুপ্রাণিত করছেন।  মনে আছে আপনাদের? চীনে এখন অনেকে তাদের মতই শরীরচর্চার ওপর অনেক গুরুত্ব দেয়। 

আলিম: হ্যাঁ। আমি দেখেছি সকালে অথবা সন্ধ্যায় ডিনারের পর চীনের অনেকে বিভিন্ন খোলা জায়গায় শরীরচর্চা করেন।...

আকাশ: এ বছরের শুরুতে চীনে কোভিড-১৯ ঠেকাতে দেশের উৎপাদন ও মানুষের স্বাভাবিক জীবনে হঠাৎ করেই একধরনের ছন্দপতন ঘটে।  তখন ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে মানুষ আরও বেশি করে সুস্থতা ও শরীরচর্চার দিকে মন দেয়। লকডাউনের সময় বাসায় থাকালেও, অনেকে বাসায় শরীরর্চর্চা অব্যাহত রাখেন। অনেক বডিবিল্ডিং কোচ তখন অনলাইনে তাদের কোর্স অব্যাহত রাখেন।

২৫ বছর ধরে গণশরীরচর্চা জনগণের জীবনের একটি অংশে পরিণত হয়েছে। ১৯৮১ সালে চীনের প্রথম শহর মারাথন প্রতিযোগিতা বেইজিংয়ে আয়োজিত হয়। তখন মাত্র ৮৬ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু এখন বেইজিং মারাথন প্রত্যেক বছরে ৩০ হাজার অংশগ্রহণকারী রয়েছে।
বড় ভাই, মারাথন প্রসঙ্গে আমার একটি প্রশ্ন আছে। আপনি তো জানেন, আমি দৌড়াতে পছন্দ করি। আমি উত্তরায় থাকার সময় বাংলাদেশের মারাথন প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলাম, কিন্তু সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাইনি। বাংলাদেশে মারাথন প্রতিযোগিতা আছে কি?
আলিম:…
আকাশ: বন্ধুরা, ২০০৮ সালে বেইজিংয়ে সাফল্যের সাথে ২৯তম অলিম্পিক গেমসের আয়োজন করা হয়। ২০০৯ সালের ৮ অগাস্ট, বেইজিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেই থেকে ৮ অগাস্ট দেশের “গণ শরীরচর্চা দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। গণশরীরচর্চাকে এগিয়ে নিতে প্রথম “গণ শরীরর্চচা আইন” একই বছরে জারি করা হয়।
 
গণশরীরচর্চা হচ্ছে গোটা জনগণের শারীরিক সুস্থতা উন্নত ও স্বাস্থ্যকর জীবনের ভিত্তি ও নিশ্চয়তা। জনগণের শারীরিক সুস্থতা হচ্ছে সার্বিক সচ্ছল সমাজ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৩ সালের অগাস্টে চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এ গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেন। 

বিগত ২৫ বছরে সার্বিকভাবে গণস্বাস্থ্য নিশ্চিত করার আইডিয়া জোরদার হতে থাকে। এখন দেশে নিয়মিত শরীরচর্চায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি। দেশব্যাপী খেলাধুলার মাঠ আছে ৩১ লাখ ৬২ হাজারটি। 

আকাশ: বড় ভাই, একটি বাক্য আমার অনেক ভাল লাগে: শরীর হচ্ছে সবকিছুর ভিত্তি। আপনি কী বলেন?