বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন প্রতিজ্ঞাবদ্ধ: সিআরআই সম্পাদকীয়
2020-12-13 18:47:20

ডিসেম্বর ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শনিবার সন্ধ্যায় জলবায়ু উচ্চাকাংক্ষা শীর্ষ সম্মেলনে এক ভিডিও ভাষণ প্রদান করেন। ওই ভাষণে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনটি প্রস্তাব উত্থাপন করেন।  পাশাপাশি তিনি ২০৩০ সাল পর্যন্ত কার্বন নির্গমন কমাতে চীনের নতুন ব্যবস্থা ঘোষণা করেন। প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দিক নির্দেশনাও প্রদান করেন। 

প্যারিস চুক্তি বাস্তবায়ন করে আসছে চীন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চীন বরাবরই ইতিবাচক ভূমকা রেখে চলছে। এ বছরেও একাধিক গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক অনুষ্ঠানে প্রেসেডিন্ট সি সবুজ উন্নয়নের প্রস্তাব তুলে ধরেছেন এবং ঘোষণা করেছেন যে, চীন ২০৬০ সালের আগে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছেন যে, চীন তার প্রতিশ্রুতি পূরণ করবে। তাঁর এসব বক্তব্য আন্তর্জাতিক সমাজের উচ্চ প্রসংশা অর্জন করেছে। 
সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, কার্বন নির্গমন শুন্যের কোটায় নামিয়ে আনতে চীন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। 
তিনি আরও বলেন, এ গ্রহকে সারিয়ে তুলতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থা নেয়া উচিৎ। প্রেসিডেন্ট সি চিন পিং প্রতিশ্রুতি দিয়েছেন যে, নতুন উন্নয়নের ধারণার অলোকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চীন আরও বড় অবদান রাখবে।পাশাপাশি চীন অব্যাহতভাবে প্রতিশ্রুতি পালন করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনা এগিয়ে নেবে। (আকাশ/এনাম/রুবি)