কফিহাউসের আড্ডা: বাংলাদেশে কোভিড-১৯ মহামারী এবং টিকা গবেষণার সর্বশেষ অবস্থা নিয়ে ডাঃ সমীর সাহার সঙ্গে আড্ডা
2020-12-11 18:20:57

কফিহাউসের আড্ডা: বাংলাদেশে কোভিড-১৯ মহামারী এবং টিকা গবেষণার সর্বশেষ অবস্থা নিয়ে ডাঃ সমীর সাহার সঙ্গে আড্ডা

জীবনে চলার পথে “কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।” প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এই ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক কথা।

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার ও অধ্যাপক সমীর কুমার সাহা। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট মাক্রোবায়োলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি নিউমোনিয়া, মেনিনজাইটিস এবং ইন্টেরিক ফিভার ইত্যাদি পেডিয়াট্রিক সংক্রামক রোগ সংক্রান্ত গবেষণার জন্য পরিচিত। ২০১৭ সালে তিনি ক্লিনিকাল মাইক্রোবায়োলজিতে অসামান্য গবেষণার জন্য আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) পুরষ্কারপ্রাপ্ত উন্নয়নশীল দেশের প্রথম বিজ্ঞানী। তিনি আমেরিকান একাডেমি অফ মাইক্রোবায়োলজিতে ফেলোশিপও পেয়েছেন। একই বছর তিনি অণুজীববিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা ও কাজের জন্য মাইক্রোবায়োলজিতে ইউনেস্কো কার্লোস ফিনলে পুরষ্কার পান। বর্তমান তিনি ঢাকা শিশু হাস্পাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান এবং শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আজকের অনুষ্ঠানে অধ্যাপক সমীর সাহা’র সঙ্গে আলোচনা করবো। চলুন তাহলে, আলাপ করি তার সাথে।

(স্বর্ণা/আলিম/সুবর্ণা)

কফিহাউসের আড্ডা: বাংলাদেশে কোভিড-১৯ মহামারী এবং টিকা গবেষণার সর্বশেষ অবস্থা নিয়ে ডাঃ সমীর সাহার সঙ্গে আড্ডা