চাং বো জি
2020-12-11 13:24:13

চাং বো জি

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

 

প্রতি সপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এ সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের জগতে। 

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বো জি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং বো জি ১৯৮০ সালের ২৪ মে মাসে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন অভিনেত্রী এবং নারী কণ্ঠশিল্পী।

১৯৯৮ সালে চাং বো জি নিজের প্রথম চলচ্চিত্র King of comedyতে প্রধান চরিত্রে অভিনয় করেন। ১৯৯৯ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘যে কোনো আবহাওয়া’ রিলিজ হয়। এ অ্যালবামের ‘তারার কথা, তারার আশা’ গানটি সবার দৃষ্টি আকর্ষণ করে।

#গান

 

বন্ধুরা, এখন শুনুন চাং বো জি’র গান ‘ভিন্ন আমি’। গানের কথাগুলো এমন: আমি আর স্বপ্ন দেখবো না, আমি জেগে উঠবো। আমি কখনই নিজেকে নিয়ন্ত্রণ করি না। তুমি চলে যাওয়ার পর আমি সব বুঝতে পেরেছি। এই মুহূর্ত থেকে আমি আলাদা মানুষ। বাকি যাত্রায় কে আমাকে আশার আলো দেখাবে। আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো তার নাম ‘একক নাটক’। গানের কথাগুলো এমন: কে এই নাটকের পরিচালক। এই একাকী চরিত্রে, সবসময় নিজের সঙ্গে কথা বলি। গল্পের পরিণাম জানতে পারি না, কিন্তু সবসময় তুমি আর তুমি। যদি এই গল্প বিয়োগান্ত হয়, তাহলে কেন আমাকে সুখ দেয়, মিলন ও বিদায়ের অভিনয় করি। আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

এখন শুনুন চাং বো জি’র আরেকটি গান, গানের নাম ‘যে কোনো আবহাওয়া’। গানের কথায় বলা হয়:  তুমি অন্যের কথা গুরুত্ব দাও না, আমি বলেছি, তুমি যথেষ্ট ভালো। আমি জানি, অবশেষে সবাই তোমার সৌন্দর্য বুঝতে পারবে। যদি উড়তে চাও, তাহলে মনে সাহস রাখো। যে কোনো আবহাওয়ায়, আমি তোমার সঙ্গী, যে কোনো আবহাওয়ায়, তোমার জীবন অনেক সুন্দর ।

#গান

 

বন্ধুরা, এবার যে গান আপনাদের শোনাবো তার নাম ‘গন্তব্যস্থল’। গানের কথায় বলা হয়: কল্পনা করতে পারি না, একদিন আমি তোমার জগতে প্রবেশ করব। তোমার আলিঙ্গন, আমাকে সবচেয়ে সুন্দর পরিবেশ দিয়েছে। তোমাকে না দেখেই তোমাকে ভালোবেসেছি; তোমাকেই সবচেয়ে ভালোবাসি। আচ্ছা, শুনুন মিষ্টি এই গান।

#গান

 

প্রিয় বন্ধুরা, এবারের গানের নাম ‘আরেকবার আলাপ করবো’। গানের কথাগুলো এমন: তুমি বলো, এটা ভালো, আমি কিন্তু তা মনে করি না। আমাদের ভালোবাসা আর কতটুকো বাকি আছে- আমি তা অনুভব করতে পারি না। আর সহ্য করবো না, তোমার সঙ্গে আর থাকতে পারবো না। আরেকবার আলাপ করবো, দুঃখিত। আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বো জি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)