সোমবার চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন দেশের আমদানি ও রপ্তানি-সংক্রান্ত এক পরিসংখ্যানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত চীনের বাণিজ্যিক আমদানি ও রপ্তানির পরিমাণ হয়েছে ২৯.০৪ ট্রিলিয়ন ইউয়ান; যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১.৮ শতাংশ বেশি। টানা ছয় মাস ধরে চীনে আমদানি ও রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছরও চীনের আমদানি-রপ্তানির ইতিবাচক ধারা বজায় থাকবে।
এ পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বর মাসে চীনে ৩.০৯ ট্রিলিয়ন ইউয়ানের পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে। গত বছরের তুলনায় এই পরিমাণ ৭.৮ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি হয়েছে ১.৮ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানি হয়েছে ১.২৯ ট্রিলিয়ন ইউয়ান। আমদানি ও রপ্তানি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ১৪.৯ শতাংশ বেশি ও ০.৮ শতাংশ কম হয়েছে।