সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৯০লাখ ছাড়িয়েছে। মহামারিতে মারা গেছেন ১৫লাখেরও বেশি মানুষ। একমাত্র চীন ছাড়া বিশ্বের সব প্রধান অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক। মহামারির কারণে বিশ্বের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিও ব্যাপক হারে সংকুচিত হয়েছে।
অপ্রত্যাশিত মহামারির সঙ্গে শুরু হয় ২০২০। বছরের শেষ সময়ে এসেও আমরা এ দুর্ভোগ থেকে পরিত্রাণের সঠিক কোন পথ খোঁজে পাচ্ছি না। এখনও আমরা অনেকটাই বিভ্রান্ত। তাই অনেকের মতো চলতি বছরটি আমার জন্যও খুব একটা ভালো সময় ছিল না। তবে এ সুযোগে আমি চিন্তা করার সময় পেয়েছি। যেমন একটি পাহাড়ে উঠার সময় কিছুক্ষণের জন্য থেমে সামনের পথ নিয়ে চিন্তা করে নিতে হয়। কারণ এটি সামনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করে। তেমনি মহামারি আমাকে চিন্তা করার সুযোগ করে দিয়েছে।হ্যা, আমিতো আমার কথা বলেই চলছি। বন্ধুরা, আপনাদের কেমন কেটেছে বছরটি?