থান চিং
2020-12-08 16:18:11

থান চিং

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

 

প্রতি সপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এ সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের জগতে। 

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী থান চিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

থান চিং, ১৯৭৭ সালের ১১ সেপ্টেম্বর চীনের সানসি প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী, বিখ্যাত ও মর্যাদাপূর্ণ নারী কণ্ঠশিল্পী। তিনি চীনের নিজস্ব অপেরা ও গীতিনাট্যের উন্নয়নে অনেক চেষ্টা করেছেন এবং অবদান রেখেছেন।

এখন শুনুন থান চিং-এর গান ‘স্ত্রী’। গানের কথায় বলা হয়: এত বছরের কঠিনতা, আমি কীভাবে তোমাকে জানাবো। দীর্ঘ রাতের অশ্রু, কীভাবে তোমাকে দিবো। যত কষ্ট হয়, তত সুন্দর হই। তুমি আমার মনের বীর, তুমি একজন সেনা, দেশ রক্ষাকারী। আমি গর্বিত, আমি সেনার স্ত্রী। এখন শুনুন গানটি।

#গান

 

এখন শুনুন থান চিং-এর কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘আমি তোমাকে ভালোবাসি, চীন’। গানের কথা এমন: আমি তোমাকে ভালোবাসি, চীন, আমি তোমাকে ভালোবাসি, চীন। আমি সবচেয়ে সুন্দর গান তোমার জন্য গাইবো, আমার মা, আমার দেশ। আমি তোমার সুন্দর দক্ষিণ সাগরকে ভালোবাসি, আমি তুষারময় উত্তরাঞ্চলকে ভালোবাসি। আমি তোমার অসীম বনভূমি পছন্দ করি, আমি তোমার অসংখ্য নদনদী পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি, আমার চীন দেশ।

#গান

 

এখন শুনুন থান চিং-এর গান ‘আমার শুভকামনা তুমি কি শুনেছো?’। গানে বলা হয়: আমার শুভকামনা তুমি কি শুনেছো, শুনেছো? তোমার প্রতি আমার অনুভূতি- তুমি কি অনুভব করেছো, করেছো? তুমি কি ভালো আছো?  তুমি কি তোমার কথামতো সুখী জীবন কাটাচ্ছো? আমার শুভকামনা তুমি কি শুনেছো? আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো থান চিং-এর গান ‘সেই পূর্বের পাহাড়ের উপরে’। গানের কথায় বলা হয়: সেই পূর্বের পাহাড়ের উপরে, সাদা চাঁদ উঠেছে, তরুণ মেয়ের মুখ, আমার মনে ভেসে ওঠে। তরুণ মেয়ের মুখ, আমার মনে ভেসে ওঠে। না দেখলে ভালোবাসবে না, না জানলে তোমার কথা মিস করব না। আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘ধীরে ধীরে’। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের আরেকজন কণ্ঠশিল্পী সুই চি আন। গানের কথায় বলা হয়: হৃদয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে আমার প্রিয় চলে গেছে। ভালোবাসা ঘৃণায় পরিণত হবে না; আর সহজেই একজনকে বিশ্বাস করবো না। ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে না।

#গান

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন থান চিং-এর গান ‘ছোট নদীর পানি’। গানের কথাগুলো এমন: চাঁদ উঠেছে, উঠেছে; এত উজ্জ্বল, উজ্জ্বল! আমার প্রিয় ভাই এখনো পাহাড়ে, আহারে! ভাই আকাশের চাঁদের মত চলছে তো চলছে। ভাই, ভাই, পাহাড়ের নিচে ছোট নদীর পানি, স্বচ্ছ, সরল। আচ্ছা, শুনুন গানটি।

#গান

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থান চিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)