ডিসেম্বর ৭: গত মাসে চীনের বৈদেশিক বাণিজ্য গত অক্টোবরের চেয়ে বেড়েছে। চীনা শুল্ক সাধারণ বিভাগের আজ (সোমবার) প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, গত মাসে চীনের আমদানি ও রপ্তানির পরিমাণ মোট ৪৬০.৭২ বিলিয়ন মার্কিন ডলার ছিল, যা অক্টোবরের চেয়ে ১৩.৬ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানির পরিমাণ বেড়েছে ২১.১ শতাংশ এবং আমদানি বেড়েছে ৪.৫ শতাংশ।
গত মাসে রপ্তানির পরিমাণ ছিল ২০১৮ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। গত নভেম্বর পর্যন্ত চলতি বছরে চীনের রপ্তানির পরিমাণ টানা ছয় মাস বেড়েছে।
রয়টার্সের পরিসংখ্যানে বলা হয়েছে, গত মাসে চীনের দেশীয় ভোগের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে চীনা বাজারে ভোগের পরিমাণ বৃদ্ধির সংকেত প্রকাশিত হয়েছে।
চীনের বৈদেশিক বাণিজ্য অব্যাহতভাবে পুনরুদ্ধার বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইনের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি সৃষ্টি করেছে। গত মাসে আসিয়ান, ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনর আমদানি-রপ্তানি বেড়েছে। এর মধ্যে প্রধান বাণিজ্যিক অংশীদার আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে ৫.৬ শতাংশ। চীনের সঙ্গে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যও বেড়েছে যথাক্রমে ৩.৫ ও ৫.৮ শতাংশ। এ সবই ভালো লক্ষণ। (ছাই/আলিম)