পেরু চীনের সঙ্গে অনলাইনে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা
2020-12-07 14:58:35

৩০শে নভেম্বর পেরুভিয়ান বিদেশি প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে জেডি ইন্টারন্যাশনালে যুক্ত হয়েছে। সেদিন বেইজিংয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পেরুভিয়ান রাষ্ট্রদূত জনাব লুইস কুইসাদা, বাণিজ্যিক পরামর্শদাতা মিসেস বাই বিলান এবং জেডি ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং অ্যান্ড অপারেশনসের প্রধান জনাব ইয়ু রংহুয়া উপস্থিত ছিলেন। পেরুভিয়ান রফতানি ও পর্যটন প্রচার কমিশন কর্তৃক সরকারিভাবে অনুমোদিত, পেরু ওভারসিজ প্যাভিলিয়ন জেডি ইন্টারন্যাশনালে যুক্ত হয়েছে। এটি পেরুর উচ্চমান সম্পন্ন ও সমৃদ্ধ পণ্যগুলি চীনা বাজারে প্রবেশের সুযোগ পেল।

 

চীনে পেরুর রাষ্ট্রদূত জনাব লুইস কুইসাদা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিময় ক্ষেত্রে একটি মাইলফলক নয়, তবে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানেরও একটি যোগসূত্র। উচ্চ মানের এবং উচ্চ পুষ্টি মানসম্পন্ন পেরুর বিশেষ পণ্য চীনা ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারবে।

 

চীনে পেরুভিয়ান বাণিজ্যিক পরামর্শদাতা মিসেস বাই বিলান একান্ত সাক্ষাত্কারে বলেন, পেরুভিয়ান খাবার খাঁটি প্রাকৃতিক, উচ্চ মানের ও পুষ্টিকর, তবে এটি চীনা ভোক্তাদের কাছে অপরিচতি। পেরু ওভারসিজ প্যাভিলিয়ন জেডি ইন্টারন্যাশনালে প্রবেশের পরে, এটি পেরুর পণ্য কেনার জন্য বিপুল সংখ্যক চীনা গ্রাহককে আকৃষ্ট করবে। এটি পেরুর জন্য একটি বড় সুযোগ। তিনি বলেন, আজকে প্রথম পেরু অনলাইন মাল্টি-প্রোডাক্ট ওভারসিজ প্যাভিলিয়ন জেডি ইন্টারন্যাশনাল প্রবেশ করেছে, এই ওভারসিজ প্যাভিলিয়নটি পেরু সরকারের সমর্থন পেয়েছে এবং এটি পেরুর ১১টি রফতানিকারক এবং একটি চীনা অংশীদার জেডি ডট কম পরিচালনা করে। এখানে সর্বাধিক প্রতিনিধি এবং সেরা পেরুভিয়ান খাবার, পোশাক, পানীয় ইত্যাদি রয়েছে। যেমন, পেরুভিয়ান বিশেষায়িত খাবার কুইনো, ম্যাকা, ক্যামু, চকোলেট, পিসকো, আলপাকা পণ্য ইত্যাদি।

 

মিসেস বাই বিলান বলেন, জেডি ডটকমের পেরুর অনলাইন মাল্টি-প্রোডাক্ট ওভারসিজ প্যাভিলিয়নের অংশীদারিত্ব চীনের অনলাইন বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশেষ করে, নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব উভয় দেশের মধ্যে বাণিজ্যকে আরও উত্সাহিত করবে।

 

জেডি ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং অ্যান্ড অপারেশনসের প্রধান জনাব ইয়ু রংহুয়া বলেন, জেডি ইন্টারন্যাশনালে পেরু ওভারসিজ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক এন্ট্রি চীন ও লাতিন আমেরিকার মধ্যে আর্থ-বাণিজ্যিক বিনিময়ে উত্সাহ দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাতিন আমেরিকা “এক অঞ্চল, এক পথের” একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। বাণিজ্য- বিশেষত আন্তঃসীমান্ত বাণিজ্যের মাধ্যমে আমরা লাতিন আমেরিকার আরও অনেক দেশ চীনের বাজারে প্রবেশ করতে এবং ব্যবসায়ের ব্যয় আরও কমিয়ে আনতে পারব। বাণিজ্যিক দক্ষতাও উন্নত হবে। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ই-কমার্স শিল্প চীনা গ্রাহকদেরকে কেবল লাতিন আমেরিকা ও পেরুর পণ্যগুলো নয়, এসব দেশের জীবনধারা ও খাদ্যাভ্যাস আরও ভালোভাবে বুঝতে সহায়তা করতে পারে।

চীনে লাইভ পণ্য সরবরাহের বিশাল প্রভাব রয়েছে। পেরু আশা করে, আরও চীনা গ্রাহক পেরুর মূল্যবান পণ্যগুলো সম্পর্কে জানতে পারবে এবং তা ব্যবহার করবে।

 

মিসেস বাই বিলান বলেন, লাইভ বিক্রি খুব উত্তেজনাময় একটি ব্যাপার। আমরা চীনে থাকি এবং আমরা চীনের লাইভ ডেলিভারি মডেলের প্রভাব সম্পর্কে ভালোভাবে জানি। আমরা আশা করি যে, এভাবে চীনা বাজারে গ্রাহকদের আকর্ষণ করতে পারব; যারা উচ্চমানের জীবন পছন্দ করে এবং আমাদের উচ্চমানের পণ্য প্রচার করতে পারে।

 

এ ছাড়া, জেডি ইন্টারন্যাশনাল এবং পেরুর রফতানি ও পর্যটন প্রচার কমিটি এদিন সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। এতে উভয় পক্ষ ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতা করতে পারবে বলে আশা করা হচ্ছে।