হ্যালো
2020-12-06 19:41:38

হ্যালো

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আন স্যিন ইয়া’র পরিচয় দিবো এবং তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম লিয়াও ছিয়ান লিং। ১৯৮৫ সালের ১৮ সেপ্টেম্বরে তিনি চীনের তাইওয়ানের তাইচং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেত্রী, টিভি হোস্ট ও মডেল। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘কোথায় ফিরে যাবে’ শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। গানটি একটি বিখ্যাত টিভি সিরিজের থিম সং। তাইওয়ানের বিখ্যাত প্রেমের উপন্যাস লেখিকা ছিয়ং ইয়াও গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন স্যিন ইয়া’র কন্ঠে ‘কোথায় ফিরে যাবে’ শীর্ষক গান। ২০০৭ সালে আন স্যিন ইয়া মডেল হিসেবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৮ সালে তিনি টিভি হোস্টের কাজ শুরু করেন। তিনি অনুষ্ঠানে হোস্টের কাজ ছাড়াও গান পরিবেশন করতেন। ২০০৯ সালে তিনি ইয়াহু’র তাইওয়ান অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নারী শিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একসঙ্গে’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আন স্যিন ইয়া নিজে গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন স্যিন ইয়া’র কন্ঠে ‘একসঙ্গে’ শীর্ষক গান। ২০১২ সালে তিনি টানা দুই বার এফএইচএম ওয়ার্ল্ড শীর্ষ ১০০ সেক্সি বিউটির স্বীকৃতি পান। একই বছরে তিনি প্রধান অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি টিভি সিরিজে অভিনয় করেন। একই বছরে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। আন স্যিন ইয়া’র ছোটোবেলার জীবন সুখের ছিল না। তাঁর বাবা-মা তার তিন বছর বয়সের সময় বিবাহবিচ্ছেদ করেন। তিনি বাবার সঙ্গে থাকতেন। কিন্তু বাবা সবসময় মদ বেশি খেতেন ও তাকে মারতেন। সেজন্য তাঁর বাম কান বধির হয়ে যায়। তিনি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়াকালে তার বাবা মারা যান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘উ হু’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন স্যিন ইয়া’র কন্ঠে ‘উ হু’ শীর্ষক গান। বাবা মারা যাওয়ার পর তিনি মার সঙ্গে থাকা শুরু করেন। তাঁর মা কিছু ব্যবসায় করতেন। কিন্তু তাঁর স্বাস্থ্য ভাল ছিল না। আন স্যিন ইয়া ১৫ বছর বয়সের সময় লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম কাজ করতেন। ২০০৭ সালে তিনি বিনোদনজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসা সহ্য করতে পারি না’ শীর্ষক গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। প্রথমে গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত নারী কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি। আন স্যিন ইয়া পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

হ্যালো

বন্ধুরা, শুনছিলেন আন স্যিন ইয়া’র কন্ঠে ‘ভালবাসা সহ্য করতে পারি না’। ২০০৮ সালে প্রথমে বিনোদনজগতে প্রবেশ করার পর আন স্যিন ইয়া বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করেন এবং বিভিন্ন টিভি অনুষ্ঠানে কাজ শুরু করেন। তখন তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালে তিনি দর্শকদের মধ্য অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। ২০১০ সালে তিনি প্রথম টিভি সিরিজে অভিনয় করেন। ২০১১ সালে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগীত জগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘চিল অ্যান্ড রিল্যাক্স’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন স্যিন ইয়া’র কন্ঠে ‘চিল অ্যান্ড রিল্যাক্স’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রেমের নাম কার্ড’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: আমি সবসময় শুনেছি যে, এতো সুন্দর জীবন শুধু স্বপ্নে দেখা যায়। কেন শুধুমাত্র একাকী আমার কাছে। রঙিন কাল, ভালবাসার নাম কার্ড। আমাকে বলো, তুমি আর আমি, যাওয়ার প্রস্তুতি নিয়েছি। গোটা বিশ্বে ভ্রমণ করবো। প্রতি কোণে, প্রতি সেকেন্ড। আমার ঘনিষ্ঠ বন্ধু বিভিন্ন জায়গায়। আমরা বিশ্বকে মুগ্ধ করি। তোমাদের কাছে আমার হৃদয় রংধনুতে পরিণত হয়েছে।

চলুন, গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/স্বর্ণা)