২০৩৫ সালে ফুদং কেমন হবে?
2020-12-05 18:44:46

৩০ বছর আগে ফুদংয়ে ছোট ছোট রাস্তা, ছিন্নভিন্ন ঘর, পরিবহন অবস্থা খুবই খারাপ ছিলো। ৩০ বছর পর ফুদং শাংহাইয়ের জন্য বিশ্বে প্রবেশের একটি সুন্দর কার্ড হয়ে উঠেছে। ফুদংয়ের স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সুন্দর ফুদং গল্প আছে এবং ভবিষ্যতের জন্য সুন্দর আকাঙ্খা রয়েছে। ২০৩৫ সাল নাগাদ ফুদং কেমন হবে? আমরা তাঁদের কথা শুনবো।

ভবিষ্যতে ড্রাইভারহীন প্রযুক্তি ফুদং সাধারণ বাসিন্দাদের জীবনে প্রবেশ করবে

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

ফুদং এলাকায় অবস্থিত শাংহাই মাওলং রেস্তরাঁর মালিকা একজন দাদি। তিনি ফুদংয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আজীবন একটি ছোট রেস্তরাঁর ব্যবসায় করেছেন। তাঁর রেস্তরাঁ শাংহাই’র স্থানীয় খাবার বিক্রি করে। ফুদংয়ের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘ফুদংয়ের উন্নয়ন খুবই দ্রুত। এখন অনেক জায়গায় বেশি পরিবর্তন হয়েছে, আমি কোন কোন জায়গা চিনি না এখন। আগে আমরা ফেরিতে বাইরে যেতাম, কিন্তু এখন সুড়ঙ্গ চালু হয়েছে, আগের চেয়ে অনেক সুবিধাজনক হয়েছে। আমি শুনেছি, বর্তমানে ড্রাইভারহীন গাড়ি আছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে অবশ্যই এ ধরণের গাড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হবে।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

পাকিস্তানের শিক্ষক জাহিদ ইকবার শাংহাইতে ১৫ বছর ধরে থাকছেন। তিনি শাংহাইতে আসার প্রথম স্মৃতির কথা উল্লেখ করে বলেন, ‘তখন ছিংফু, সংচিয়া ও ফুদংয়ে শুধুমাত্র কয়েকটি গ্রাম ছিল। আধুনিক ভবন ও শপিংমল ছিল না। কিন্তু আপনারা দেখতে পারেন, বর্তমান শাংহাই এখন কেমন। অনেক উন্নত হয়েছে। আমার মনে হয়, আগামী পাঁচ বছরে শাংহাইতে ড্রাইভারহীন গাড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। আমার গাড়ী চালানোর দরকার হবে না।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

চাং সাহেব ফুদংয়ে পড়াশোনা করেন। তিনি বলেন, ফুদংয়ের পরিবর্তন অনেক। তিনি মনে করেন, ভবিষ্যতে ড্রাইভারহীন গাড়ির ব্যবহার ভবিষ্যতে পরিবহনের উপর চাপ হ্রাস করবে। মানবজাতির উন্নয়নের সীমা নেই।

ম্যাগলেভ ট্রেন, এআই এবং রোবট ফুদংয়ের বাসিন্দাদের জীবনকে আরও বুদ্ধিমান করে তুলবে

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

টংজি বিশ্ববিদ্যালয়ের রেলপথ বিভাগের পোস্ট ডক্টরেট থিয়ান শি ছিয়াও’র মহাশহরের পরিবহনের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, পরবর্তী পাঁচ বছরে মাঝারি ও স্বল্পগতির ম্যাগলেভ ট্রেনের প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি শাংহাই হংছিয়াও ও ফুদংয়ের মধ্যে একটি বিশেষ যাত্রীবাহী লাইন চালু হবে। এর মাধ্যমে দুই এলাকার মধ্যে পরিবহনের সময় ৩০ মিনিট কম হবে। এছাড়াও পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হবে।

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

পাচক দুয়ান সাহেব বলেন, পাঁচ বছর পর ফুদং আরো সমৃদ্ধ হবে। তখন আরো বেশি শপিংমল খোলা হবে। বাসিন্দাদের জীবন আরো সুবিধাজনক হবে। ১৫ বছর পর ফুদংয়ে রোবট জনপ্রিয় হবে। বাসিন্দাদের আয়ও আরো বৃদ্ধি পাবে।

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

শাংহাই বাসিন্দা মাদাম ইয়াংয়ের চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তিনি বলেন, পাঁচ বছর পর ফুদং আরো উন্নত ও আধুনিক হবে এই শহর। আরো বেশি আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠান ফুদংয়ে বিনিয়োগ করবে। ১৫ বছর পর এআই ও মানবজাতি একসঙ্গে থাকার দৃশ্য দেখা যাবে।

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

গাই শেরেট  সাংহাই আন্তর্জাতিক স্টাডিজ ইউনিভার্সিটির স্কুল অব এশিয়ান এন্ড আফ্রিকান স্টাডিজ’র হিব্রু বিভাগে কাজ করেন। তিনি বলেন, বর্তমান ফুদং গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। চীনের অবকাঠামো নির্মাণ বা প্রযুক্তিগত উন্নয়ন বিশ্বের ফোকাসে পরিণত হয়েছে। বিশেষ করে, এবার চীনে সফলভাবে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে এসেছে। এটি বিশ্বের জন্য চীনা শক্তি ও অভিজ্ঞতা প্রদান করেছে। আগামী পাঁচ বছরে চীন ইসরাইলের সঙ্গে নব্যতাপ্রবর্তন ক্ষেত্রের সহযোগিতা অবশ্যই উন্নত হবে। দু’দেশ অভিন্ন উন্নয়ন ও সাফল্য উপভোগ করবে।

ভবিষ্যতের ১৫ বছরে শাংহাইয়ের উন্নয়ন দ্রুত ও সবুজ হবে

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

শাংহাই’র একটি রোবট বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিতে কাজ করা পাকিস্তানের মানুষ আলী বিন ওয়াহিদ সম্প্রতি অনেক খুশি। কারণ তাঁর বৌ ও সন্তান শাংহাইতে এসেছেন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজ করা আলি নিজের দৃষ্টিতে শাংহাই বর্ণনা করেছেন। তিনি বলেন,

‘আমি দেখেছি, শাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে বেশি বরাদ্দ দিয়েছে। ভবিষ্যতে চীন বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিশালী দেশে পরিণত হবে। শাংহাইও হবে বিশ্বের সবচেয়ে উন্নত মহাশহর। এছাড়াও ফুদং এলাকা সবুজ উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেয়। চীনও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের ওপর বেশি গুরুত্ব দেয়। আমার মনে হয়, আগামী ১৫ বছরে শাংহাই আরও সবুজ উন্নত হবে।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

শাংহাই’র বাসিন্দা মাদাম ইউ বলেন, ‘আমার দৃষ্টিতে ফুদংয়ের পরিবেশ সুন্দর। ১৫ বছর পর ফুদংয়ে অর্থনীতি ও প্রকৃতির উন্নয়ন বাস্তবায়িত হবে। ফুদং শাংহাইয়ের প্রাকৃতিক কেন্দ্রে পরিণত হবে।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

যুবতী মেয়ে ইন দুও শাংহাইতে তিন বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, শহর উন্নয়নের পাশাপাশি আরো বেশি মানুষ বাইরে থেকে শাংহাইতে আসবেন। তখন আরো ভবন নির্মিত হবে। কিন্তু শাংহাই নিজের সংস্কৃতি ও পুরানো স্থাপত্য সুরক্ষার ওপর গুরুত্ব দেয়।

ভবিষ্যতে আমরা বৃদ্ধ হবো, কিন্তু শাংহাই আরো নতুন হবে

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

দক্ষিণ কোরিয়ার মানুষ গান ইউ সিওপ ১৫ বছর আগে ফুদংয়ে একটি রেস্তরাঁ খুলেন। তিনি বলেন, ‘যদিও এ বছর বিশ্বে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে, তবুও চীন দ্রুতভাবে মহামারী নিয়ন্ত্রণে এনেছে। আমি বিশ্বাস করি, আগামী পাঁচ ও দশ বছরে শাংহাই আরো সুন্দর হবে।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

শাংহাই বাসিন্দা সাহেব হু  বলেন, ‘পাঁচ বছর পর ফুদং আরো সমৃদ্ধ হবে। ফুদং হলো তরুণদের বিশ্ব, আরো আধুনিক হবে।’

২০৩৫ সালে ফুদং কেমন হবে?

পাকিস্তানের মহসিন আলী শাংহাইতে তিন বছর ধরে থাকেন। তিই একজন স্কোয়াশ কোচ। আগামী ১৫ বছরের জীবন সম্পর্কে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা আস্তে আস্তে বৃদ্ধ হবো, কিন্তু শাংহাই আরো নতুন হবে। অবকাঠামোব্যবস্থা আরো আধুনিক হবে।’