প্রতিস্থাপন
2020-12-05 19:24:50

প্রতিস্থাপন

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আন ইয়ৌ ছি’র পরিচয় দিবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৮২ সালের ১৪ অক্টোবরে হেলংজিয়াং প্রদেশের জিস্যি শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি বেইজিং ফিল্ম একাডেমি থেকে স্নাতক হন। ২০০৪ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। একই বছরে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘জোরে গাই’ শীর্ষক গান। গানটি একটি টিভি অনুষ্ঠানের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ইয়ৌ ছি’র কন্ঠে ‘জোরে গাই’ শীর্ষক গান। ২০০৫ সালে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। তাঁর কন্ঠে একটি গান শ্রেষ্ঠ দশটি চীনা ভাষা সংগীতের তালিকায় স্থান পায়। ২০০৬ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি অসামান্য পারফরম্যান্স পুরষ্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রেম সম্পর্কে কথা’ শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানটি একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ইয়ৌ ছি’র কন্ঠে ‘প্রেম সম্পর্কে কথা’ শীর্ষক গান। ২০১১ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি মাইক্রো চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছরে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি চীনের সংগীত অগ্রগতি পুরস্কার লাভ করে। ২০১৩ সালে তিনি দু’টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি নিজের তৃতীয় ইপি প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যুব-দম্পত্তি’ শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আন ইয়ৌ ছি বিখ্যাত অভিনেতা উ ইউয়ে’র সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ইয়ৌ ছি’র কন্ঠে ‘যুব-দম্পত্তি’ শীর্ষক গান। ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তিনি একক কনসার্ট আয়োজন করেন। তিনি ছোটবেলা থেকে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি টিভি ও বেতার থেকে সংগীত শিখতেন। জুনিয়র স্কুলের সময় তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত শিক্ষা শুরু করেন। কিন্তু পরিবারের কারণে পেশাদার সংগীত একাডেমিতে লেখাপড়া করেননি। এরপর তিনি বেইজিংয়ে সংগীত শিক্ষার সিদ্ধান্ত নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শান্ত মোবাইল ফোন’ শীর্ষক গান। আন ইয়ৌ ছি গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রতিস্থাপন

বন্ধুরা, শুনছিলেন আন ইয়ৌ ছি’র কন্ঠে ‘শান্ত মোবাইল ফোন’ শীর্ষক গান। ১৯৯৮ সালের শেষ দিকে আন ইয়ৌ ছি’র পরিবার বেইজিংয়ে স্থানান্তরিত হয়। তাঁর বাবা-মা কিছু ব্যবসায় করতেন। আন ইয়ৌ ছি সংগীত শিক্ষার চেষ্টা করতেন। এক বছর পর তিনি বন্ধুর পরিচয়ের মাধ্যমে কোন কোন পাবে গান গাওয়া শুরু করেন। ২০০২ সালে তিনি কন্ঠশিল্পীর এমভিতে অভিনয় শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তোমার অবস্থা কী?’ শীর্ষক গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ইয়ৌ ছি’র কন্ঠে ‘তোমার অবস্থা কী?’ শীর্ষক গান। ২০০৩ সালে তিনি সিসিটিভি-৩’র সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। গানটিতে বলা হয়েছে: আমার চিন্তা আরও ভিন্ন হয়েছে। কতো নিঃসঙ্গ সুন্দর! সমগ্র রাতের দুঃখ যেতে পারেনি, ক্লান্ত সাহস কথায় যাবে? আমি নিজেকে ত্যাগ করার চেষ্টা করছি, কিন্তু চিন্তাভাবনা বন্ধ হবে না। যদি তুমি হতে, কিভাবে ত্যাগ করবে? কিন্তু তুমি না। আমার হৃদয়ে স্মৃতি ভরপুর। আমি হাসি ত্যাগ করতে পারি না। কারণ আমি এত সাহসী না।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/স্বর্ণা)