রোববারের আলাপন-201206
2020-12-05 23:56:33

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের  বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বন্ধুরা, আর্জেন্টিনার তথমাধ্যমের খবর অনুসারে, কিংবদন্তীর ফুটবল তারকা দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা গত ২৫ নভেম্বর বাসায় কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

খবর শুনে ফুটবলের রাজা পেলে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: “এটা একটা দুখজনক খবর। আমি একজন মহান বন্ধুকে হারিয়েছি। বিশ্ব হারিয়েছে একজন কিংবদন্তিকে। আমি আশা করি, একদিন স্বর্গে দু’জন একসঙ্গে ফুটবল খেলতে পারবো”। 
    
আর্জেন্টিনার আরেক বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসি বলেছেন, “আর্জেন্টিনার মানুষের জন্য, ফুটবল খেলার জন্য আজ একটি দুঃখের দিন। ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার চেতনা চিরকাল থাকবে। তার সাথে সুন্দর স্মৃতির কথা আমার মনে থাকবে চিরকাল।”
এদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্টভবন থেকে এক ঘোষণায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। দেশের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন: “ম্যারাডোনা আর্জেন্টিনাকে ফুটবলের জগতের শীর্ষে নিয়ে এসেছেন। আমাদেরকে প্রচুর আনন্দ দিয়েছেন। তুমি বিশ্বের সবচেয়ে মহান ফুটবলার। দিয়েগো, ধন্যবাদ! আমরা চিরকাল তোমাকে স্মরণ করব।”

বন্ধুরা, এ বছরে মহামারি দেখা দেওয়ার পর, ম্যরাডোনা খুব কমই ঘরের বাইরে বের হয়েছেন। তিনি তার পরিবারের সদস্যদের সাথেও দেখা করার সুযোগ অনেক কম পেয়েছেন। এতে তিনি অনেক একা বোধ করিছিলেন। সম্প্রতি তার একজন দেহরক্ষী ভাইরাসে আক্রান্ত হন। ফলে ম্যারাডোনা কিছুদিনের জন্য আইসোলেশানে যান।

তারঁ শেষ জন্মদিনে ম্যারাডোনা বলেন, তিনি জন্মদিনের উপহার হিসেবে কিছু চান না, তিনি চান মানবজাতি মহামারি জয় করুক। তিনি বলেন, “আমি মাত্র আশা করি, অনেক জীবন কেড়ে নেওয়া এই মহামারি তাড়াতাড়ি দূর হবে, বিশেষ করে দরিদ্র দেশ ও দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে, যাদের নিজেদেরকে রক্ষা করা ক্ষমতা নেই।” 

বড় ভাই, তাঁর এ কথা শুনে আমার মন বিষন্ন হয়েছে। তিনি শুধু একজন মহান ফুটবলার তা নয়, তিনি উদার হৃদয়েরও অধিকারী ছিলেন। উনি চলে গেছেন, তার সাথে একটি যুগ শেষ হয়ে গেছে; অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ের খানিকটা করে অংশও তার সঙ্গে চলে গেছে।  বড় ভাই, ম্যারাডোনা সম্পর্কে আপনার কাছ থেকে আরও কিছু জানতে চাই আমরা। 
….
আকাশ: বন্ধুরা, আমরা এখন একটি গান ম্যারাডোনাকে উৎসর্গ করবো।  গানের নাম হচ্ছে: “Don‘t cry for me, Argentina”। ম্যারাডোনা, আপনি সবসময় আমাদের মনে থাকবেন...