লিন চি ইং
2020-12-02 19:37:10

লিন চি ইং

লিন চি ইং, ১৯৭৪ সালের ১৫ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

১৯৯২ সালে লিন চি ইং আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। তাঁর প্রথম অ্যালবামের নাম ‘প্রতিবার ভালোবাসা সুন্দর হয় না’। এরপর তিনি বেশ কিছু অ্যালবাম প্রকাশ করেছেন এবং অনেক টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

 

এখন শুনুন লিন চি ইং-এর গান, গানের নাম ‘প্রতিবার ভালোবাসা সুন্দর হয় না’। গানের কথাগুলো এমন: প্রতিবার ভালোবাসা সুন্দর হয় না, ভালোবাসা চলে গেলে থাকে শুধু হৃদয়ের ব্যথা। আমি তোমাকে এত ভালোবাসলেও আর একসাথে থাকা যায় না। তুমি বলেছো, তুমি চিরদিন আমার সঙ্গে থাকবে; সত্যি, নাকি মিথ্যা, তা স্বপ্নের মত উবে যায়।

এখন শুনুন লিন চি ইং-এর আরেকটি গান- ‘যে বাতি নিভে না’। গানের কথাগুলো এমন: ভালোবাসা অনেক দূরে থাকে না, তোমাকে মিস করার অনুভূতি, আমার হাতের প্রজ্বলিত বাতির মতো। সামনে যেতে যেতে অন্ধকার হয়ে যায়, আমি আর পিছনের দিকে তাকাতে পারি না। এখন শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন চি ইং-এর আরেকটি গান, গানের নাম ‘ধানের খড়ের মতো মানুষ’। গানের কথাগুলো এমন: মনে অনেক কথা আছে, তোমাকে তা বলতে চাই। তুমি কিন্তু চুপচাপ থাকো। এমন ভালোবাসা ভুলবার নয়। আমি ধানের খড়ের মতো নই, ভালোবাসা আমার মনে থাকে। আমি ধানের খড়ের মতো নই, যত কঠিন হোক না কেন, আমি একটি ফলাফল চাই। আচ্ছা, এখন শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন চি ইং-এর আরেকটি গান, গানের নাম ‘আগুনের মত গরম হৃদয়’। গানের কথাগুলো এমন: ঠান্ডা রাতে, আমার হৃদয় আগুনের মত গরম। আমি সত্ হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি; ঠিক যেন আকাশের তারা, ভোরের অপেক্ষায় আছে। ভালোবাসা ছাড়া সূর্য ওঠে না। ঠান্ডা রাতে, আমার হৃদয় আগুনের মত গরম। আশা করি তুমি সবসময় বিশ্বাস করো, ভালোবাসা খেলা নয়, স্বপ্ন নয়, আমার মনে শুধু তুমি আছ। আচ্ছা, এখন শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন চি ইং-এর গান ‘এ বছরের গ্রীষ্মকাল’। গানের কথায় বলা হয়: দেখো, সময় দ্রুত চলে যায়। তবে তা মনের স্বপ্ন ছিনিয়ে নেয় না। যৌবনের সব খুশি মনে রাখো। আমি সেই সরল সময় ধরে রাখতে চাই। আমি সত্ হৃদয় দিয়ে সব আনন্দ সংগ্রহ করতে চাই। যৌবনের হৃদয় গানের মত, ভালোবাসা থাকলে আনন্দও থাকে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, একসাথে শুনুন সুন্দর গানটি শুনি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন চি ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/তৌহিদ/সুবর্ণা)