দ্য ভয়েস অফ চায়না
2020-12-02 10:28:11

 

দ্য ভয়েস অফ চায়না

‘দ্য ভয়েস অফ চায়না’ চীনে সবচেয়ে জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর অনেক গান ‘দ্য ভয়েস অফ চায়নার’ মাধ্যমে জনপ্রিয় হয়, আর অনেক সাধারণ শিল্পী সবার কাছে পরিচিত গায়ক হয়ে ওঠে। সম্প্রতি ‘দ্য ভয়েস অফ চায়না’ অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ২০২০ সালের ‘দ্য ভয়েস অফ চায়না’ অনুষ্ঠানের কিছু সুন্দর গান শুনবো।

‘দ্য ভয়েস অফ চায়না’ হচ্ছে জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘দ্য ভয়েস অফ হল্যান্ড’-এর চীনা সংস্করণ। জনপ্রিয় এ অনুষ্ঠানটি ২০১২ সাল থেকে এখন পর্যন্ত টানা ৯ বছর ধরে চলছে। অনুষ্ঠানে চারজন বিখ্যাত পেশাদার গায়ক ‘শিক্ষক’ হিসেবে প্রতিযোগীদের নেতৃত্ব দেয় এবং ৪টি টিমের মাধ্যমে এ প্রতিযোগিতায় লড়াই করে। এ বছরের অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক লি চিয়ান ও তার টিমের সদস্য তান ই ছুন চূড়ান্ত বিজয় অর্জন করেছে।

চলতি বছরের চ্যাম্পিয়ন হিসেবে তান ই ছুন অনুষ্ঠানের শুরুতেই সবার দৃষ্টি আকর্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার কণ্ঠ ও পারফরম্যান্স তার বয়সের চেয়ে অনেক পরিপক্ব ও বেশ সুন্দর। তিনি ‘শিক্ষকদের’ প্রশংসা পেয়েছেন। অনুষ্ঠানে তার নতুন করে গাওয়া গানগুলো চীনের ইন্টারনেটেও অনেক জনপ্রিয় ওয়ে উঠেছে। বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানের তান ই ছুনের একটি সুন্দর গান ‘যে ভালোবাসা হারায় না’।গান ১

পরের গানে আমরা শুনবো তান ই ছুনের গাওয়া অন্য একটি সুন্দর গান ‘চিরসবুজ’ (উচ্চারণ: চিরো-সবুজ)। এ গানের মূল গায়ক তাইওয়ানের বিখ্যাত গায়িকা আই ই লিয়াং, গানটিও ২০১৮ সালে তাইওয়ানের গোল্ডেন সুর পুরস্কার অর্জন করেছিল। গানে জীবন ও প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ২

বন্ধুরা, এখন আমরা অনুষ্ঠানে তান ই ছুনের আরো একটি সুন্দর গান শুনবো, গানের নাম ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রেমের চিঠি’, মূল গায়ক ছাই ছিন। গানে চলচ্চিত্র নির্মাতাদের মনোমুগ্ধকর গল্প বলা হয় এবং ২০০৬ সালে এটি বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। খুব তরুণ হওয়ায় তান ই ছুনের অভিজ্ঞতার অভাব রয়েছে; তবে গানের আন্তরিক ও সরল অনুভূতি সবার মন জয় করেছে। বন্ধুরা, এখন তান ই ছুনের কণ্ঠে শুনুন সুন্দর আরেকটি গান ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রেমের চিঠি’।গান ৩

দ্য ভয়েস অফ চায়না

‘বান মা সেন লিন’ বা ‘জেব্রা বন’ চলতি বছরের অনুষ্ঠানের রানার্স-আপ হয়েছে। এই ব্যান্ডের প্রধান গায়ক লি চিয়া হাও, গিটারিস্ট ছাও নিং ও বেসিস্ট ছাই সিন হাও। অনুষ্ঠানে তাদের পরিবেশন করা বেশিরভাগ গান নিজেদের রচনা। এর মধ্যে একটি গান ‘যদি একটি গিটার থাকে’ সবার প্রশংসা পায় এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন ‘বান মা সেন লিনের’ গান ‘যদি একটি গিটার থাকে’ শুনবো।গান ৪

দ্য ভয়েস অফ চায়না

এবার আমরা শুনবো চলতি বছরের ‘দ্য ভয়েস অফ চায়না’ অনুষ্ঠানের তৃতীয় স্থান অর্জনকারী গায়িকা ফান হোংয়ের একটি গান ‘তাকে অবতরণ করিয়ে দাও’। তিনি শক্তিশালী কণ্ঠ ও গান পরিবেশনের দক্ষতার জন্য পরিচিত। অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন এবং সবার প্রশংসা পান। বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে তার গাওয়া আবেগপূর্ণ গান- ‘তাকে অবতরণ করিয়ে দাও’।গান ৫

দ্য ভয়েস অফ চায়না

বন্ধুরা, এবার আমরা শুনবো চলতি বছরের ‘দ্য ভয়েস অফ চায়না’ অনুষ্ঠানের একজন জনপ্রিয় গায়ক সোং ইয়ু নিংয়ের গান ‘সেই বছর ও যুবক’। তিনি চীনের কেন্দ্রীয় সংগীত অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করেছেন এবং বিখ্যাত বার্কলি কলেজ অফ মিউজিক থেকে পড়াশোনা করেছেন। তার সংগীতে চীনা অপেরা, রক, লোকসংগীতসহ বিভিন্ন ধরনের সংগীতের উপাদান পাওয়া যায়। এতে তার গান অনেক আকর্ষণীয় ও বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। বন্ধুরা, এখন তার গান ‘সেই বছর ও যুবক’ শুনবো।গান ৬

দ্য ভয়েস অফ চায়না

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ছাও ইয়াংয়ের গাওয়া আরেকটি গান ‘আমাকে ভুলে যাওয়ার একটি কারণ দাও’ শুনবো। ছাও ইয়াংয়ের পারফরম্যান্স অনেক প্রাণবন্ত ও আবেগপূর্ণ, পুরানো গান তার কণ্ঠে নতুন আকর্ষণ তৈরি করে। বন্ধুরা, এখন তার গান ‘আমাকে ভুলে যাওয়ার একটি কারণ দাও’ শুনুন।গান ৭

বন্ধুরা, আজকের সংগীত অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।