ওয়াং চুন খাই
2020-12-02 19:33:30

ওয়াং চুন খাই

ওয়াং চুন খাই, ১৯৯৯ সালের ৩১ সেপ্টেম্বর চীনের ছুংছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী; তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে। বর্তমানে তিনি বেইজিং ফিল্ম একাডেমিতে পড়াশোনা করছেন।

 

২০১৩ সালের ৬ অগাস্ট, ওয়াং চুন খাই অন্য দু’জন ছেলের সঙ্গে টিএফ বয়েস নামে সংগীত ব্যান্ড গঠন করেন। এখন শুনুন তাঁর একটি গান; গানের নাম ‘হ্যালো, আগামীকাল’। গানের কথাগুলো এমন: বড় হওয়ার পর আমি শুধুই দৌড়তে পারি। হ্যালো, আগামীকাল, চোখে অস্ত্র ধরে হাসে। যত সুন্দর হয়, তত লাগে ভয়! হ্যালো, আগামীকাল, ভীরু কণ্ঠ হলেও আমাকে সাহসী অভ্যর্থনা জানায়।

 

বন্ধুরা, এবার শুনুন ওয়াং চুন খাই-এর আরেকটি গান, নাম- পছন্দ। গানে বলা হয়েছে: আমি তোমাকে পছন্দের অনুভূতি দিতে চাই, তা ভালোবাসা কি-না, আমি জানি না। আনন্দ তোমার সঙ্গে শেয়ার করতে চাই, দুঃখের সময় তোমাকে সহায়তা করতে চাই। আমি তোমাকে পছন্দের অনুভূতি দিতে চাই; শুধু কয়েক সপ্তাহের জন্য; কিন্তু তোমাকে ছাড়া আর ভালো লাগছে না।

 

এবার শুনুন ওয়াং চুন খাই-এর গান: উল্কা। গানের কথাগুলো এমন: প্রত্যেক উল্কার নিজের কাজ আছে। সব সন্দেহ ও চাপকে সামনে যাওয়ার শক্তিতে পরিণত করে। সত্যি সহজ কাজ নয়, বিশ্ব অনেক বড়। শুধু সুন্দর কথা বলতে পারি না, শত্রুকে আমি ভয় পাই না। আচ্ছা, শুনুন গানটি।

এখন শুনুন ওয়াং চুন খাই-এর গান, গানের নাম ‘আগামীকালের গান’। গানের কথাগুলো এমন: বাবা-মা আমাকে বলেছিলেন, জীবন অর্থপূর্ণ হওয়া উচিত। শিক্ষক আমাকে বলেছিলেন, সোনা দিয়েও সময় কেনা যায় না। সময় শান্তভাবে চলে গেছে, যখন আমি পাত্তা দেই নি! দিনের স্বপ্ন কখনই মনে রাখতে পারি নি। এখন শুনুন গানটি।

 

এখন শুনুন ওয়াং চুন খাই-এর ‘বড় হওয়া’ নামের গানটি। গানের কথায় বলা হয়েছে: পথের সুন্দর দৃশ্য এখনো আমার মনে আছে, পরস্পরের সঙ্গী হয়ে আরো সুন্দর দূরত্বে চলে যাই। বেশি স্বপ্ন দরকার নেই, প্রিয় কথা কাগজে লেখাই যথেষ্ট। সবচেয়ে সুন্দর মুহূর্ত, তোমরা আমার সঙ্গে আছো। এটাই হলো বড় হওয়ার অনুভূতি। আচ্ছা, এখন শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং চুন খাই-এর আরেকটি গান, গানের নাম ‘আমার’। গানের কথাগুলো এমন: তুমি আমার, তুমি আমার, তুমি থাকলে আমার ভবিষ্যত্ চমত্কার হবে। তুমি আমার তুমি আমার, যখন তুমি আসো, তখন সময়ও থেমে যায়। আমি বুঝতে পারি, তুমি আমার প্রিয়তমা! এখন শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চুন খাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)