অনুমান
2020-12-01 09:28:01

অনুমান

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে একজন সুন্দরী নারী কন্ঠশিল্পীর পরিচয় দিবো এবং তাঁর গান শোনাবো। তিনি হলেন আই দাই। তাঁর আসল নাম চাং জিয়া ফেই। তিনি ১৯৭৮ সালের ৫ অগাষ্টে স্যিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেত্রী ও টিভি হোস্ট। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে আই দাই ‘রঙিন মেঘ চাঁদকে তাড়া করে’ শীর্ষক গান প্রকাশ করার পর চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরের মার্চ মাসে তিনি নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে কন্ঠশিল্পী হিসেবে বিনোদনজগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে  ‘রঙিন মেঘ চাঁদকে তাড়া করে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আই দাই’র কন্ঠে ‘রঙিন মেঘ চাঁদকে তাড়া করে’ শীর্ষক গান’। ২০০৪ সালের ডিসেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এমটিভি’র সংগীত অনুষ্ঠানের হোস্টের কাজ শুরু করেন। ২০০৬ সালের ডিসেম্বরে তিনি একক অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালের এপ্রিলে তিনি নৃত্যনাট্যে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নিঃসঙ্গতার সঙ্গ ত্যাগ করা’ শীর্ষক গান। গানটি হলো আই দাই’র ২০০৮ সালে প্রকাশিত ইপি-র একটি গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আই দাই’র কন্ঠে ‘নিঃসঙ্গতার সঙ্গ ত্যাগ করা’ শীর্ষক গান। ২০১৩ সালের জানুয়ারি মাসে তিনি হাইনান প্রদেশের টিভি কেন্দ্রের একটি অনুষ্ঠানের হোস্টের কাজ শুরু করেন। ২০১৫ সালের ডিসেম্বরে তিনি বিবাহের পর পুনরায় সংগীতজগতে প্রবেশ করেন এবং নতুন গান প্রকাশ করেন। ২০১৬ সালের নভেম্বরে তিনি নতুন গান প্রকাশ করেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি টিভি সিরিজে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘অনুমান’ শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

অনুমান

বন্ধুরা, শুনছিলেন আই দাই’র কন্ঠে ‘অনুমান’ শীর্ষক গান। তিনি ছোটবেলা থেকে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। মাধ্যমিক বিদ্যালয়ের সময় তিনি কানাডায় লেখাপড়া করতে যান। কানাডায় তিনি একজন সংগীতের শিক্ষকের কাছে সংগীতের শিক্ষা নেন। কানাডায় গান পরিবেশনার সময় বিখ্যাত কন্ঠশিল্পী মারিয়া কেরি ও হুইটনি হিউস্টনের সাউন্ড ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রশংসিত হন তিনি। পরে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে একজন কন্ঠশিল্পী হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রেমের লড়াই’ শীর্ষক গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আই দাই’র কন্ঠে ‘প্রেমের লড়াই’ শীর্ষক গান। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সিসিটিভি’র আয়োজনের ল্যান্টার্ন ফেস্টিভাল অনুষ্ঠানে গান পরিবেশ করার পর গোটা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি নিজের সংগীতে হিপহপ শৈলী যোগ করেন। ২০০৫ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পাগল বালু’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আই দাই গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আই দাই’র কন্ঠে  ‘পাগল বালু’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নিরাপত্তার অনুভূতি’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: যখন আমি একা থাকি, তখন আমি বেশি চিন্তাভাবনা করি। আমি জানতে চাই, তুমি এখন কী করছো? আমার কথা মনে পড়ে কি? আহা, একাকী। আহা, একাকী। তুমি আমাকে একাকী করে দাও। তোমার মনে আমি গুরুত্বপূর্ণ না। আমি খুব রাগান্বিত। আহা, দুঃখ। আহা, দুঃখ। আহা, দুঃখ। তুমি কীভাবে আমাকে দুঃখ দিতে পারো! নিরাপত্তার অনুভূতি হলো প্রতিটি নারীর প্রেমের চূড়ান্ত নির্ভরতা। আমি শুধু তোমার হৃদয় চাই।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)