একটি ইগল
2020-12-01 09:22:37

একটি ইগল

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের সংখ্যালঘু ই জাতির কন্ঠশিল্পী অজিয়েআগে’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কয়েকটি গান শোনাবো। তাঁর রচিত সংগীত ই জাতির মানুষের সাংস্কৃতিক চরিত্রের উত্তরাধিকার বহন করে। তাঁর সংগীত সুন্দর তবে ভান নয়, নিদারুণ তবে আবেগপূর্ণ। তিনি একাধারে সংগীতজ্ঞ, গিটারিস্ট, গানের কথা লেখক ও সংগীত প্রযোজক। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘দংশান সুন্দরী’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: এ সুন্দর মেয়ে তুমি কেন এতো সুন্দর!/ তুমি কি মানুষের চোখে দংশান সুন্দরী? আমি শুনেছি, তোমার সুন্দর চোখ আছে এবং নির্দোষ ও দয়ালু হৃদয় আছে। তুমি ময়ূরের মতো সুন্দর ও গর্বিত, আমাকে পছন্দ করতে পারবে কি?

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন অজিয়েআগের কন্ঠে ‘দংশান সুন্দরী’ শীর্ষক গান। দালিয়াংশান বা ই জাতির জগতে অজিয়েআগ হলেন অনেক জনপ্রিয় কন্ঠশিল্পী। ই জাতির জনগণের মনে তাঁর সংগীত সবচেয়ে প্রতিনিধিত্বমূলক। একটি নির্দিষ্ট অর্থে অজিয়েআগ হলেন ই জাতির নতুন সংগীতশৈলীর প্রতিনিধি। ছোটবেলা থেকে তিনি অসাধারণ বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তিনি স্থানীয় আয়োজিত সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শুইস্যি সংগীত’ শীর্ষক গান। শুইস্যি গুইচৌ প্রদেশের দাফাং জেলায় অবস্থিত। গানটিতে ই জাতির লোকসংগীতের বৈশিষ্ট্য আছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন অজিয়েআগের কন্ঠে ‘শুইস্যি সংগীত’ শীর্ষক গান। তিনি ১৯৯২ সালে দালিয়াংশান মিনজু নর্মল বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সংগীতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি ছিলেন একটি প্রাথমিক স্কুলের প্রধান। এরপর তিনি ‘মাউন্টেন ঈগল’ নামের একটি ব্যান্ড গড়ে তোলেন। ব্যান্ডটি কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামগুলো দালিয়াংশান এলাকায় খুবই জনপ্রিয়। এটি ই জাতির পপ সংগীতের প্রথম সন্তান হিসাবে চিহ্নিত হয়েছে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পাঁচ লাখ’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। অজিয়েআগ গানটির সুর রচনা করেছেন এবং গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন অজিয়েআগের কন্ঠে ‘পাঁচ লাখ’ শীর্ষক গান। ১৯৯৪ সালে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি ই জাতির লোকসংগীত প্রচারের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। পরে তিনি ব্যান্ড মাউন্টেন ঈগল ভেঙ্গে দিয়ে সাউথ-ওয়েস্ট নর্মাল বিশ্ববিদ্যালয়ে সংগীত শেখেন। পরে তিনি নিজের একক ই জাতি ভাষার অ্যালবাম প্রকাশ করেন।  তিনি ইউননান, গুইচৌ ও স্যিছুয়ান প্রদেশের ই জাতির অধ্যুষিত অঞ্চলে একক কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘লোবোইয়াইয়ৌ’ শীর্ষক গান। লোবোইয়াইয়ৌ হলো ই জাতির কিংবদন্তিতে একটি সুন্দর মেয়ের নাম। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

একটি ইগল

বন্ধুরা, শুনছিলেন অজিয়েআগের কন্ঠে ‘লোবোইয়াইয়ৌ’ শীর্ষক গান। ২০০০ সালে তিনি লিয়াংশান অঞ্চলে দরিদ্র শিশুদের জন্য তহবিল সংগ্রহ করার জন্য একক কনসার্ট আয়োজন করেন। ২০০১ সালে তিনি লিয়াংশানে ‘সবুজ জন্মস্থান’ শীর্ষক একক কনসার্ট আয়োজন করেন। তিনি সংগীত জগতে প্রবেশ করার প্রথম দিকে অনেক জনপ্রিয় হান ভাষার সংগীত রচনা করেন। গানগুলোয় তাঁর জীবনের অভিজ্ঞতা ফুটে উঠেছে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একটি ইগল’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন অজিয়েআগের কন্ঠে ‘একটি ইগল’ শীর্ষক গান। কন্ঠশিল্পী ছাড়াও তিনি একজন বিশিষ্ট গিটারিস্ট। সংগীত রচনা ও গানের কথা লেখায় তাঁর দক্ষতা বেশি। তিনি ভালভাবে আধুনিক সংগীত ও লোকসংগীতের শৈলী সংযুক্ত করতে পারেন। তিনি বিভিন্ন বিখ্যাত্ কন্ঠশিল্পীর জন্য অ্যালবাম প্রযোজনা করেছেন। সংগীত শুধু বিনোদন নয়, বরং সাংস্কৃতিক ভাষা। সংগীত মানুষকে এনে দেয় শান্তি ও স্বস্তি। অজিয়েআগের সংগীত মানুষের মনে শান্তি এনে দেয় যেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘উদযাপিত সংগীত’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটি হলো ই জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)