জীবনে চলার পথে “কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।” প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এই ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক কথা।
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন তাহমিনা পার্ভিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন স্বেচ্ছাসেবক। কোভিড-১৯ মহামারী চলাকালে তিনি হাজার হাজার মাস্ক তৈরী করে বিভিন্ন মানুষকে দিয়েছেন। ভাইরাস তাঁর জীবনে কেমন প্রভাব ফেলেছে? ভাইরাস প্রতিরোধে তিনি আর কী কী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন? জানতে চলুন আলাপ করি তার সাথে।