নভেম্বর ২৭: চীন আসিয়ান’কে ‘এক অঞ্চল, এক পথ’ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে কূটনৈতিক অগ্রাধিকার দিয়ে থাকে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর দেশের কুয়াং সি প্রদেশের নান নিং শহরে আয়োজিত ১৭তম চীন-আসিয়ান প্রদর্শনী ও চীন-আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনে আজ শুক্রবার এসব কথা বলেন।
তিনি বলেন, আসিয়ানের সঙ্গে বর্তমান সহযোগিতার প্রবণতা বজায় রেখে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গঠন করতে ইচ্ছুক চীন।
সে লক্ষ্যে দু’পক্ষের কৌশলগত আস্থা বৃদ্ধি করে এমন উন্নয়ন পরিকল্পনা সংযুক্ত করা উচিত। আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখা প্রয়োজন।
প্রেসিডেন্ট সি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্র উদ্ভাবনকে উন্নত করে ডিজিটল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে হবে। এবং মহামারি প্রতিরোধে সহযোগিতা জোরদার করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, চীন উন্মুক্তকরণ ও সংস্কার অব্যাহত রাখবে এবং আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে।
(ইয়াং/এনাম/ছাই)