আজকের টপিক: চীনে ৮৩২টি দরিদ্র জেলায় দারিদ্র্যমোচন বাস্তবায়িত হয়েছে
2020-11-26 10:59:48

গতকাল (সোমবার) চীনের কুইচৌ প্রদেশের সর্বশেষ ৯টি দরিদ্র জেলা দারিদ্র্যমুক্ত হয়েছে। এই প্রদেশের সব দরিদ্র জেলায় দারিদ্র্যমোচন বাস্তবায়িত হওয়ার পর গোটা চীনে সব দরিদ্র জেলার দারিদ্র্যমুক্ত হলো। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা করবো।

 

গত রোববার কুইচৌ প্রদেশ প্রশাসন ঘোষণা করে যে, ‘ছিং লুং’, ‘ওয়াং মো’, ‘ওয়েই নিং’, ‘হ্য চাং’, ‘না ইয়ুং’, ‘রুং চিয়াং’, ‘ছুং চিয়াং’, ‘চি ইয়ুন’ ও ‘ইয়ান হ্য’ ৯টি দরিদ্র জেলায় দারিদ্র্যমোচন বাস্তবায়িত হয়েছে। এভাবেই এ প্রদেশের সব দরিদ্র জেলা দারিদ্র্যমুক্ত হয়েছে। দারিদ্র্যমোচন প্রক্রিয়ায় বাসস্থান স্থানান্তর করাকে দারিদ্র্যমোচন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে কুইচৌ কর্তৃপক্ষ। গোটা প্রদেশে ১৮ লাখ ৮০ হাজার মানুষকে পাহাড় থেকে শহরাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। গোটা চীনে বাসস্থান স্থানান্তরকারী মানুষের ব্যাপকতা গোটা চীনের ৫ ভাগের ১ অংশ। এটি সারা দেশে বাসস্থান স্থানান্তরকারী লোকসংখ্যার সর্বোচ্চ প্রদেশ এটি।

 

কুইচৌ প্রদেশের প্রাকৃতিক পরিবেশ অভিবাসন ব্যুরোর উপ-মহাপরিচালক সু মিন বলেন, পরিপূরক শিল্প পার্ক এলাকা এবং প্রশিক্ষণ জোরদার করাসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে যারা পাহাড় থেকে শহরে স্থানান্তর করেছেন, তাদের জন্য এক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়। এটি তাদের স্থানান্তরে আগ্রহ বৃদ্ধি এবং পরবর্তী সুখী জীবনের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।

 

শিল্প উন্নয়ন হচ্ছে কুইচৌ প্রদেশে দারিদ্র্যমোচন বাস্তবায়নের একটি মৌলিক বিষয়। বর্তমানে শাকসবজি ও চাষসহ ১২টি কৃষি ক্ষেত্রের বৈশিষ্ট্যময় সুবিধাজনক শিল্প উন্নত করা হয়েছে। এটি দরিদ্র জেলার মানুষের দারিদ্র্যমুক্ত হওয়ার ক্ষেত্রে একটি কার্যকর চ্যানেল সৃষ্টি করেছে।

কুইচৌ প্রদেশের দারিদ্র্যমোচন কার্যালয়ের মহাপরিচালক লি চিয়ান বলেন, বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় স্থানীয় ৯০০০টি দরিদ্র গ্রাম ইতোমধ্যেই দারিদ্র্যমুক্ত হয়েছে এবং ৬৬টি দরিদ্র জেলা দারিদ্র্যমুক্ত হয়েছে।

 

এদিকে, গত রোববার পর্যন্ত, চীনের হ্যপেই, শানসি, ইনার মঙ্গোলিয়া, চিলিন, হেইলুংচিয়াং, হ্যনান, হুনান, হাইনান, ছুংছিং স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বত, শান’সি, ছিংহাই, হুপেই, চিয়াংসি, আনহুই, ইয়ুন নান, সিনচিয়াং, নিং সি স্বায়ত্তশাসিত অঞ্চল, সিছুয়ান, কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, কানসু ও কুইচৌ ২২টি প্রদেশ ও শহরের ৮৩২টি দরিদ্র জেলার পুরোপুরি দারিদ্র্যমুক্ত হয়েছে।

 

২০১৬ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যমোচন উন্নয়ন গ্রুপ দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের ২২টি প্রদেশ ও শহরের দারিদ্র্যমোচন কাজে দিকনির্দেশনা দেয়। এতে বৈজ্ঞানিকভাবে দারিদ্র্যমোচনের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও দারিদ্র্যমোচনের বার্ষিক পরিকল্পনা নির্ধারিত হয়। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, দরিদ্র জেলার দারিদ্র্যমোচনের অবস্থা তত্ত্বাবধান করেছে এবং দারিদ্র্যমোচনের গুণগত মান সুনিশ্চিত করেছেন তারা। ২০১৯ সালের শেষ দিকে, গোটা চীনে আরও ৭টি প্রদেশের ৫২টি দরিদ্র জেলায় দারিদ্যমোচন বাস্তবায়িত হয়নি। এই ৫২টি দরিদ্র জেলার ওপর সজাগ দৃষ্টি রেখেছে কেন্দ্রীয় সরকার। এ পর্যন্ত, এই ৫২টি দরিদ্র জেলা সবই দারিদ্র্যমুক্ত হয়েছে।

 

দারিদ্র্যমোচন বাস্তবায়নের পর, রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যমোচন উন্নয়ন গ্রুপ আরও ২০ শতাংশ দরিদ্র জেলার ওপর পর্যালোচনা করেছে, যাতে দরিদ্র জেলার ফলাফল নিশ্চিত করা যায়। বিভিন্ন জায়গার উচিত দারিদ্র্যমোচন বাস্তবায়নের পরে সংশ্লিষ্ট দায়িত্ব আরও অব্যাহতভাবে পালন করা, সংশ্লিষ্ট নীতি কাজে লাগানো, সহায়তা প্রদান করা, তত্ত্বাবধান জোরদার করা এবং নীতি কার্যকর করা।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)