চীনা গায়িকা ছেন হুই সিয়ান
2020-11-25 09:42:50

চীনা গায়িকা ছেন হুই সিয়ান

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের বিখ্যাত একজন গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন হুই সিয়ান। তিনি পরিষ্কার ও আবেগপূর্ণ কণ্ঠের জন্য পরিচিত। জীবনে তিনি অনেক ক্লাসিক গান প্রকাশ করেছেন এবং তার গানগুলো এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ছেন হুই সিয়ানের প্রতিনিধিত্বকারী একটি গান ‘Bridal tea house’। গানটি ১৯৯২ সালে প্রকাশিত হয় এবং বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১

ছেন হুই সিয়ান ১৯৬৫ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে একজন প্রযোজকের উদ্যোগে ছেন হুই সিয়ান ও অন্য দুটি মেয়ে একটি যৌথ অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামের গান ‘হারানো প্রতিশ্রুতির’ মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হন। একই বছর ছেন হুই সিয়ান তার প্রথম নিজস্ব অ্যালবাম ‘গল্পের অনুভূতি’ প্রকাশ করেন। অ্যালবামটি প্রকাশের পরপরই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং ‘প্ল্যাটিনাম অ্যালবামের’ পুরস্কার পায়। ছেন হুই সিয়ান আরো বেশি পরিচিতি পান।

বন্ধুরা, এখন ছেন হুই সিয়ানের গান ‘হারানো প্রতিশ্রুতি’ শুনবো। গান ২

১৯৮৬ সালে ছেন হুই সিয়ান বিখ্যাত সংগীত কোম্পানি ‘পলিগ্রামে (Polygram)’ যোগ দেন। পরে তিনি প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেন। সেই বছর ছেন হুই সিয়ান ‘বিদ্রোহ’ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের গান ‘নাচের রাস্তা’ একসময় হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় ডিস্কো সংগীতে পরিণত হয়। ১৯৮৭ সালে তিনি নতুন অ্যালবাম ‘পরিবর্তন’ প্রকাশ করেন এবং অ্যালবামটি আবারও ‘প্ল্যাটিনাম অ্যালবামের’ পুরস্কার পায়। বন্ধুরা, এখন শুনুন এই জনপ্রিয় অ্যালবাম থেকে ছেন হুই সিয়ানের একটি সুন্দর গান ‘মুক্ত মেয়ে’।গান ৩

হংকংয়ের পাশাপাশি চীনের মূলভুখণ্ডেও ছেন হুই সিয়ান বেশ জনপ্রিয়। ১৯৮৮ সালে ছেন হুই সিয়ান চীনের কুয়াংচৌতে কনসার্ট আয়োজন করেন। তিনি হলেন কুয়াংচৌতে কনসার্ট আয়োজনকারী হংকংয়ের প্রথম গায়িকা। সেই বছর তিনি অ্যালবাম ‘সিয়ান ছিং’ প্রকাশ করেন, অ্যালবামের প্রধান গান ‘বোকা মেয়ে’ বার্ষিক জনপ্রিয় গানের পুরস্কার পায়। পরে তিনি অ্যালবাম ‘শরত্কালের দৃশ্য’ প্রকাশ করেন। অ্যালবামটির বিক্রির পরিমাণ তখন নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। আর এই অ্যালবামের গান ‘ছোট পৃথিবী’ অনেক জনপ্রিয় এবং এটি তার প্রতিনিধিত্বকারী একটি গানে পরিণত হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘ছোট পৃথিবী’ শুনবো।গান ৪

১৯৮৯ সালে ছেন হুই সিয়ান ‘চিরদিনের বন্ধু’ নামের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের একটি গান ‘হাজার হাজার গান’। এই বিদায় সংগীতের মাধ্যমে প্রিয় মানুষের জন্য মনের অনুভূতি প্রকাশিত হয়। কোমল সুর এবং ছেন হুই সিয়ায়ের আবেগপূর্ণ কণ্ঠে গানটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে এবং চীনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়। গানটি বার্ষিক শ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়; আর সেই অ্যালবাম বিক্রির পরিমাণ আবারও নতুন রেকর্ড সৃষ্টি করে। বন্ধুরা, এখন ছেন হুই সিয়ানের এই সুন্দর গান ‘হাজার হাজার গান’ শুনব।গান ৫

ছেন হুই সিয়ান একসময় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে ছেন হুই সিয়ান পড়াশোনা শেষে হংকংয়ে ফিরে আসেন এবং নতুন অ্যালবাম ‘ফেরা’ প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার অনেক শহরে কনসার্ট আয়োজন করেন এবং অনেক জনপ্রিয়তা পান। ১৯৯৭ সাল পর্যন্ত ছেন হুই সিয়ানের অ্যালবাম বিক্রির পরিমাণ ১ কোটি ছাড়িয়ে যায়। বন্ধুরা, এখন শুনুন ছেন হুই সিয়ানের একটি সুন্দর গান ‘ফেরা’।গান ৬

২০০০ সালে ছেন হুই সিয়ান অবসরে যাবার সিদ্ধান্ত নেন। তবে তারপরও কখনও কখনও তাঁকে পারফরম্যান্স করতে দেখা যায়। নতুন গান প্রকাশ না-করলেও তাঁর পুরানো গানগুলো এখনও অনেক জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ছেন হুই সিয়ানের আরো একটি সুন্দর গান ‘তুষার’ শুনবো, আশা করি তার গানগুলো আপনাদের ভালো লাগছে।গান ৭

বন্ধুরা,  আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।