শিশির ও জিনিয়ার চেচিয়াং লিন হাই শহরে ভ্রমণ
2020-11-24 19:52:13

শিশির ও জিনিয়ার চেচিয়াং লিন হাই শহরে ভ্রমণ

চেচিয়াং প্রদেশের থাই চৌ শহরের লিন হাই এলাকা চীনের বিখ্যাত একটি কমলা উত্পাদনকেন্দ্র। এখানে উত্পাদিত কমলা  চীনে খুব জনপ্রিয় ও বিখ্যাত। আমরা কমলা বাগানে গিয়েছি, কমলা তুলেছি। কমলার দোকানে একদিন কর্মী হিসেবে কাজ করেছি। সবচেয়ে দামি ও সুস্বাদু কমলা খেয়েছি ও বাগান থেকে তা তোলার কৌশল শিখেছি। পাশাপাশি আমরা একটি অধুনিক কমলা বাছাই কারখানা পরিদর্শন করেছি। সেখানে কোম্পিউটারের মাধ্যমে কমলার ভিতরে চিনির অনুপাত, কমলার আকার, ওজনসহ সবকিছু জানা যায় এবং সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা যায়।

 

পাশাপাশি লিন হাই একটি প্রাচীন নগর। এর ইতিহাস ১৬০০ বছরের বেশি। লিনহাইতে এখনও সংরক্ষিত আছে পুরাতন প্রাচীর। বেইজিংয়ের পাতালিং মহাপ্রাচীর ঠিক এ প্রাচীরের আকার অনুসরণ করে নির্মাণ করা হয়।

চি ইয়াং নামের একটি পুরাতন রাস্তায় আমরা দু’জন  ঘুরে বেড়িয়েছি এবং স্থানীয় খাবার খেয়েছি। এ মজার ভ্রমণ সম্পর্কে বিস্তারিতভাবে জানাব পূবের জানালা আসরে। (শিশির/আলিম/রুবি)