নভেম্বর ২৪: স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনের জাতীয় চিড়িয়াখানা গতকাল (সোমবার) জানায়, চীনের বড় পান্ডার ‘মেই শিয়াং’ গত আগস্ট মাসে ছেলে বাচ্চা জন্ম দিয়েছে; এর নাম দেওয়া হয়েছে ‘লিটল মিরাকল’।
চিড়িয়াখানার ওয়েবসাইট থেকে জানা গেছে, পাঁচ দিন ১ লাখ ৩৫ হাজার মানুষের ভোটের মাধ্যমে ‘লিটল মিরাকল’ নামটি বাছাই করা হয়। বড় পান্ডার বাচ্চা দেওয়ার ঘটনা মহামারীর মধ্যে লোকজনকে বেশ আনন্দ দিয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই এক অভিনন্দন ভিডিওতে বলেন, ‘লিটল মিরাকল’-এর জন্মগ্রহণ সত্যিই যাদুর মত। বিশেষ করে মহামারীর সময় সবাই পান্ডা-শাবকের জন্মগ্রহণে উত্সাহিত হয়েছে। চীন ও মার্কিন জনগণ পান্ডা-শাবকের জন্মগ্রহণ ও বেড়ে ওঠার প্রক্রিয়ায় নজর রাখছে। ‘লিটল মিরাকল’ দু’দেশের জনগণকে সংযুক্ত করেছে এবং সবাইকে আনন্দ দিয়েছে।
চিড়িয়াখানার পরিচালক স্টিফেন মোন্টফোর্ট জানান, চীনের জায়ান্ট পান্ডা রক্ষার ক্ষেত্রে চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা প্রায় ৫০ বছর ধরে চলছে। তারা এ মূল্যবান প্রাণী রক্ষার ক্ষেত্রে অবদান রাখতে পেরে গর্বিত।
(ইয়াং/তৌহিদ/ছাই)