সহজ চীনা ভাষা: টেকসই উন্নয়ন
2020-11-23 17:10:09

 

উন্নয়ন হচ্ছে বর্তমান বিশ্বের প্রধান বিষয় এবং মানবজাতির বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্র। গত কয়েক শতাধিক বছরে মানবসমাজ দ্রুত উন্নত হয়েছে। তবে এর পেছনে রয়েছে অনেক প্রাকৃতিক ও সামাজিক সমস্যা, পৃথিবীর মানুষও এজন্য কঠিন মূল্য দিয়েছে। বর্তমানে উন্নয়নের চাহিদা পূরণ করা এবং পরবর্তী প্রজন্মের উন্নয়নের অধিকার নষ্ট না-করার জন্য ১৯৮৭ সালে বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিটি আনুষ্ঠানিকেভাবে ‘টেকসই উন্নয়নের’ ধারণা উত্থাপন করেছে। পরবর্তীতে টেকসই উন্নয়নের ধারণা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের উন্নয়ন ঘোষণা ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে। চীনও ১৯৯২ সালে প্রথমবারের মত টেকসই উন্নয়নের কৌশল দেশের আর্থ-সামাজিক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উল্লেখ করেছে।

‘টেকসই উন্নয়নের’ ধারণা চীনাদের কাছে নতুন নয়। প্রাচীন চীনা দর্শনের একটি ধারণা হল ‘天人合一’, অর্থাত মানুষ ও প্রকৃতি পরস্পর ঘনিষ্ঠভাবে জড়িত এবং একসঙ্গে পুরো পৃথিবী গড়ে উঠেছে। প্রাচীন চীনারা মনে করত, মানুষের উচিত প্রকৃতি ও পৃথিবীর সঙ্গে সুষম সম্পর্ক বজায় রাখা। একদিকে, মানুষ নিজের চাহিদা পূরণ করার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, অন্যদিকে প্রকৃতিকে সম্মান করা ও প্রকৃতির নিয়ম থেকে শেখা উচিত; যাতে প্রকৃতি রক্ষা করা যায় এবং প্রাকৃতিক দুর্ঘটনা এড়ানো যায়। প্রাচীনকালের অনেক সম্রাট ‘天人合一’র ধারণা ব্যবহার করে দেশ প্রশাসন করত, পরিবেশগত প্রশাসন মূল্যায়ন করা হতো। প্রকৃতিকে সম্মান করা থেকে চীনের বিভিন্ন অঞ্চল ও জাতির নিজের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত ব্যবস্থা গড়ে উঠেছে।

প্রাচীনকাল থেকে মানুষ ও প্রকৃতির সুষম থাকার ধারণা চীনাদের মনে রয়েছে। বর্তমানে পরিবেশ সরক্ষণ চীনের মৌলিক নীতি এবং টেকসই উন্নয়ন মৌলিক কৌশল হিসেবে নির্ধারিত হয়েছে। ২০১২ সালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ সম্মেলনে চীন প্রথমবারের মত ‘সুন্দর চীন’ ধারণাটি উত্থাপন করে এবং ‘পরিবেশবান্ধব সভ্যতা’ বা ‘Ecocivilization প্রতিষ্ঠা’ দেশের সামষ্টিক উন্নয়নের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথা ব্যাপক প্রচলিত; তা হল- ‘সবুজ পাহার ও পরিষ্কার নদী হল অমূল্য সম্পদ’। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ হল- উত্পাদন দক্ষতা সংরক্ষণ, পরিবেশ উন্নত করা হল উত্পাদন দক্ষতা উন্নত করা। পরিবেশ ভালো হলে সংস্কৃতি সমৃদ্ধ হবে, দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন পরিবেশ সংরক্ষণের জন্য অনেক চেষ্টা করেছে। যেমন- বনায়ন করা, আবাদি জমির পরিবর্তে পুকুর বা হ্রদ গড়ে তোলা, মরুকরণ মোকাবিলা করা ইত্যাদি। এসব হচ্ছে চীনের টেকসই উন্নয়নের একটি প্রকৃত প্রমাণ।

মানবজাতি একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি। তাই ‘টেকসই উন্নয়ন’ শুধু চীনের একার কাজ নয়। বর্তমানে চীন অর্থ, প্রযুক্তিসহ বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য দেশের পরিবেশ সংরক্ষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে অবদান রাখছে এবং রাখবে। আশা করি, বিভিন্ন দেশের অভিন্ন চেষ্টায় টেকসই উন্নয়নের মাধ্যমে আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি হবে।

 

আজকের পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো:

发展 fā zhǎn উন্নয়ন/উন্নয়ন করা 可持续发展 kě chí xù fā zhǎn টেকসই উন্নয়ন   发展经济 fā zhǎn jīng jì অর্থনীতি উন্নয়ন/উন্নত করা  

环境 huán jìng  পরিবেশ   环境优美huán jìng yōu měi সুন্দর পরিবেশ    保护环境 bào hù huán jìng পরিবেশ সংরক্ষণ  破坏环境 pò huài huán jìng পরিবেশ ক্ষতিগ্রস্ত করা

气候 qì hòu জলবায়ু  气候变化qì hòu biàn huà জলবায়ু পরিবর্তন   潮湿的气候 cháo shīde qì hòu আর্দ্র জলবায়ু

和谐的 hé xié de সুষম    和谐的关系 hé xié de guān xi সুষম সম্পর্ক    和谐的社会hé xié de shè huì সুষম সমাজ