ধীরস্থির কন্ঠ
2020-11-23 10:36:06

ধীরস্থির কন্ঠ

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যিয়ং থিয়ান ফিংয়ের পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৯ সালের ২৪ অগাষ্ট চীনের তাইওয়ানর তাইচং শহরের হ্যেফিং এলাকার গুগুয়ানে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম স্যিয়ং ওয়েই। তিনি চীন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের কোরীয় ভাষা বিভাগ থেকে স্নাতক হন। ১৯৯৭ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসার দানিউব নদী’ শীর্ষক গান। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। স্যিয়ং থিয়ান ফিং নিজে গানের সুর রচনা করেন। আশা করি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়ং থিয়ান ফিংয়ের কন্ঠে ‘ভালবাসার দানিউব নদী’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি বিখ্যাত কন্ঠশিল্পী ছি ছিন’র জন্য ‘ম্যাচ স্বর্গ’ শীর্ষক গানের কথা লিখেছেন। গানটি অষ্টম স্বর্ণ পুরস্কারের শ্রেষ্ঠ পপ সংগীতের শ্রেষ্ঠ গানের কথার পদক লাভ করে। ১৯৯৮ সালে তিনি দু’টি অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি নিজের প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি একটি অ্যালবাম প্রকাশ করার পর আস্তে আস্তে সংগীতজগত ত্যাগ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ম্যাচ স্বর্গ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুছিলেন স্যিয়ং থিয়ান ফিংয়ের কন্ঠে ‘ম্যাচ স্বর্গ’ শীর্ষক গান। ২০০৬ সালে স্যিয়ং থিয়ান ফিং নতুন অ্যালবাম প্রকাশ করে পুনরায় সংগীতজগতে প্রবেশ করেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর মাসে তিনি বেইজিংয়ে একক কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ধীরস্থির কন্ঠ’ শীর্ষক গান। গানটির কথা হলো চীনের প্রাচীনকালে একটি বিখ্যাত কবিতা। গানটির সুর সমধুর। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়ং থিয়ান ফিংয়ের কন্ঠে ‘ধীরস্থির কন্ঠ’ শীর্ষক গান। স্যিয়ং থিয়ান ফিং নিজে গান গাওয়ার পাশাপাশি অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য সুর রচনা করেছেন। তাঁর রচিত সংগীত ‘নাইট নাইট’ ও ‘ম্যাচ স্বর্গ’ এখনো খুবই জনপ্রিয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসা ভেঙ্গে দেয়ার পঞ্চম দিন’ শীর্ষক গান। বাতাসে আমার হৃদয় শুষ্ক হয়ে গেছে। মূল্যবান জীবন অপব্যয় করার মত। আকাশে তারকা হারিয়ে যাওয়ার মত। সমুদ্রেও বরফ হয়ে গেছে। স্থলভাগ এত শান্ত। কে আমাকে বুঝে? আচ্ছা, বন্ধুরা আমরা একসঙ্গে গানটি শুনবো।

ধীরস্থির কন্ঠ

বন্ধুরা, শুনছিলেন ‘ভালবাসা ভেঙ্গে দেয়ার পঞ্চম দিন’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘মিস সমাধান করা যাবে না’ শীর্ষক গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। স্যিয়ং থিয়ান ফিং নিজে গানের সুর রচনা করেন এবং কথা লেখেন। প্রেমিকার অনুভূতি গভীর। মানুষের হৃদয় কঠিনভাবে বুঝা যায়। আগের বিষয় ও মানুষ পরিবর্তন হয়েছে। বসন্তকাল শেষ হয়ে শরত্কাল এসেছে। পুর্নমিলনের সময় খুবই কম। মিস ও আনন্দ উভয়কে পাওয়া যাবে না।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়ং থিয়ান ফিংয়ের কন্ঠে ‘মিস সমাধান করা যাবে না’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্নো বার্ড’ শীর্ষক গান। গানটি ১৯৯৭ সালের অক্টোবরে প্রকাশিত হয়। গানটির কথায় বলা হয়েছে: আমি দক্ষিণ দিকে উড়তে চাই না। অশ্রু আস্তে আস্তে পড়ছে। আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। আমার সবকিছু তোমাকে দিতে চাই। তুমি আমার হৃদয়ে সবচেয়ে সুন্দর। আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। কিন্তু দেখেছি মাত্র দুঃখ।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)