মো. নুরুচ্ছাফার সাক্ষাত্কার
2020-11-20 18:55:19

 

 

মো. নুরুচ্ছাফার সাক্ষাত্কার

 আজকের ‘জীবন যেমন’ আসরে আমার সঙ্গে যোগ দিচ্ছেন চীনে বাংলাদেশি শিক্ষার্থী মো. নুরুচ্ছাফার। তিনি সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটিতে মিডিয়া কমিনিকেশনে পি.এইচ.ডি করছেন। এর আগে তিনি চায়নার আরও দুটি বিশ্বিবিদ্যালয়ে পড়াশুনা করেছেন। চায়নার উহান শহরের সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটি থেকে ২০১৫ সালে যোগাযোগ ও সাংবাদিকতায় চীনা  ভাষা শিক্ষাসহ ৪ বছর মেয়াদের মাস্টার্স শেষ করেন এবং ২০১৭ সালে চীনের উহান শহরের চোংনান ইউনাভাসির্টি অব ইকোনোমিকস অ্যান্ড ল থেকে এম.বি.এ. করেন।

চীনে আসার আগে তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। চীনে পড়াশোনা তাঁর জীবনের লক্ষ্য ও গতিধারা একদম পাল্টে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁর স্বপ্ন ছিলো চাকুরি করবেন। কিন্তু চীনে আসার পর চাকুরির প্রতি আগ্রহ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এখানে এসে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন উদ্যোক্তা হওয়ার। ২০১৭ সালে তিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামেন, হয়ে যান উদ্যোক্তা। তাঁর প্রথম উদ্যোগ ও প্রয়াস দাদা বাংলা লিমিটেড এবং ২০১৯ সালে দাদা বাংলা ন্যাচরাল ফাইবার লিমিটেড। এই দুটি উদ্যোগকে সফল ও সার্থক করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি। দুটি প্রতিষ্ঠানই পাট ও বহুমুখী পাটজাত পণ্য নিয়ে কাজ করছে। অভিজ্ঞতা ও পুঁজির সল্পতা সত্ত্বেও, গত তিন বছরে তিনি কাঙ্খিত অগ্রগতি অর্জন করেছেন। করোনার কারণে কিছুটা ব্যবসায়িক ক্ষতি হলেও, এখন ধীরে ধীরে আবারও তা কাটিয়ে উঠছেন। দাদা বাংলা লিমিটেড ২০১৮ সালে সাংহাইয়ে প্রথমবার অনুষ্ঠিত ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো’-তে অংশগ্রহণ করে। এরপর থেকে প্রতিবছর নিয়মিতভাবে অংশ নিচ্ছে এই প্রতিষ্ঠান। এতে করে নতুন ক্রেতা ও ক্রয়ের আদেশ দিনে দিনে বাড়ছে তাঁদের। চীনে পড়াশোনার কারণে ও চীনের কালচারের সাথে পরিচিত থাকার কারণে, এতো অল্প সময়ের মধ্যেই তাঁরা একটি বাংলাদেশি উদ্যোগকে দেশের গন্ডি পেরিয়ে বাইরেও পরিচিত করাতে পারছেন বলে মনে করা হচ্ছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।