‘আকাশগঙ্গা’
2020-11-15 16:15:46

‘আকাশগঙ্গা’

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির নারী কন্ঠশিল্পী আমুগুলেংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কয়েটি গান শোনাবো। তিনি চীনে ‘প্রাকৃতিক নারী কন্ঠশিল্পী’ হিসেবে পরিচিত। তিনি হলেন চীনের মঙ্গোলিয়ার দীর্ঘ সুর ও হরকিন সংস্কৃতির প্রচারক। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘জন্মস্থান সুন্দর’ শীর্ষক গান। গানটি ২১০৭ সালে রিলিজ হয়। গানটিকে তৃণভূমিতে পশুপালকদের সুন্দর জীবন বর্ণনা করা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আমুগুলেংয়ের কন্ঠে ‘জন্মস্থান 

সুন্দর’ শীর্ষক গান। তিনি অনেক সুন্দর, তাঁর চোখ বড়। তিনি প্রাণবন্ত এবং প্রফুল্ল। তাঁর কন্ঠ পাখির মতো সুন্দর। তাঁর সংগীত অনেক আকর্ষণীয়। তাঁর গানগুলোয় ঘন ঘন তৃণভূমির লোকসংগীতের শৈলী দেখা যায়। তাঁর ফ্যানরা তাঁকে হরকিন তৃণভূমিতে লার্ক পাখি বলে ডাকে। তিনি সিসিটিভি’র গ্লোডেন মাইক্রোফোন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন টিভি কেন্দ্রের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ডলমা’ শীর্ষক গান। ডলমা হলো তিব্বতী জাতির মানুষের একটি নারীর নাম। ডলমা হলো তিব্বতের কিংবদন্তিতে খুব সুন্দর একজন দেবীর নাম। গানটিতে তিব্বতী জাতির লোকসংগীতের শৈলী দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

‘আকাশগঙ্গা’

বন্ধুরা, শুনছিলেন আমুগুলেংয়ের কন্ঠে ‘ডলমা’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি থংলিয়াও শহরের পৌর সরকারের সংস্কৃতি ও শিল্প সর্বোচ্চ পুরস্কার ‘হরকিন সাংস্কৃতিক যোগাযোগ পুরষ্কার’ লাভ করেন। ২০১১ সালের জুলাই মাসে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৮ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ইনস্যি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর দ্বিতীয় স্থান এবং সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হাজার বছরের তৃণভূমি’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটিতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার কথা বলা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আমুগুলেংয়ের কন্ঠে ‘হাজার বছরের তৃণভূমি’ শীর্ষক গান। তিনি তাঁর বড় বোনের সঙ্গে হরচিন বোন গ্রুপ গড়ে তোলেন। ২০০৩ সালে তিনি ইনার মঙ্গোলিয়ার শিল্প বিদ্যালয়ের মাধ্যমিক স্কুলে ভর্তি হন। ২০০৬ সালে তিনি মিনজু ইউনিভার্সিটি অব চায়না-তে ভর্তি হন। তিনি রাশিয়ায় আয়োজিত ‘চীনা পর্যটন বর্ষ’ পরিবেশনায় অংশ নিয়েছিলেন। এরপর তিনি বিভিন্ন দেশে আয়োজিত চীনা সংস্কৃতি প্রচার অনুষ্ঠানে কন্ঠ দিয়েছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তোমার সাথে তৃণভূমি দেখা’ শীর্ষক গান। প্রথমে গানটি গেয়েছেন বিখ্যাত্ মঙ্গোলিয়ার নারী কন্ঠশিল্পী উলানটোয়া। আশা করি, বন্ধুরা আমুগুলেংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আমুগুলেংয়ের কন্ঠে ‘তোমার সাথে তৃণভূমি দেখা’ শীর্ষক গান। ২০০৮ সালে তিনি বেইজিংয়ে ‘সংগীত ভ্রমণ’ নামের একক কনসার্ট আয়োজন করেন। তিনি ২০১৭ সালে চীনের বিখ্যাত চলচ্চিত্র এডিটার ফেং স্যিয়াও গাংয়ের চলচ্চিত্রে অভিনয় করেন এবং কন্ঠ দেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আকাশগঙ্গা’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটি হলো একটি চলচ্চিত্রের থিম সং। গানটিতে বলা হয়েছে: নীল আকাশে সাদা মেঘ উড়ছে। সাদা মেঘের নীচে এক ঝাঁক সাদা ছাগল। আহা, সাদা ছাগলগুলো সবুজ তৃণভূমিতে আছে। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আমুগুলেংয়ের কন্ঠে ‘আকাশগঙ্গা’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আকাশের সংগীত’ শীর্ষক গান। গানের কথাগুলো এমন: যখন তুষার গলে গেছে, তখন তৃণভূমি সবুজ হয়েছে। কার কন্ঠের সংগীত বাতাসে ভেসে বেড়াচ্ছে? কখনও বন্ধ হয়নি। শোনা যাবে তোমার জগতে। নীল আকাশ কতো বিশুদ্ধ! তোমার হাসি প্রজাপতির মতো সুন্দর। তোমার সঙ্গে থাকবো। তোমার হৃদয়ে আকাশের সংগীত। সংগীতে সূর্যালোক ও মেঘ আছে। সবুজ তৃণভূমি আমার হৃদয়ে আছে। তৃণভূমিতে আকাশের সংগীত শোনা যায়। সংগীতে ফুল ফুটেছে। সুন্দর সুর তোমার অপেক্ষা করছে।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)