নভেম্বর ১৫: নব্যতাপ্রবর্তন জোরদার করা হলো শাংহাইয়ের ফুতং এলাকার নতুন দায়িত্ব। ফুতংয়ের ৩০ বছরের ইতিহাসে নব্যতাপ্রবর্তন কখনও বন্ধ হয় নি। তবে, এখন তা আরো উচ্চ পর্যায়ে উন্নত করা হবে। অগ্রণী ভূমিকা চালু রাখতে উদ্ভাবনী চালিকাশক্তি শক্তিশালী করা হবে। সিআরআই সম্পাদকীয় এসব কথা বলেছে।
সম্পাদকীয়তে বলা হয়, ফুতং এলাকা ভবিষ্যতে আন্তর্জাতিক প্রথম পর্যায়ের প্রযুক্তি ও বাজারের ওপর গুরুত্ব দেবে। মৌলিক গবেষণা দিয়ে নব্যতাপ্রবর্তন জোরদার করে কেন্দ্রীয় প্রযুক্তির ক্ষেত্রে আরো অগ্রগতি অর্জন করতে হবে।
ফুতংয়ে অব্যাহতভাবে গবেষণা ও শিল্পায়ন জোরদার করা হবে। সার্বিক শিল্প চেইন জোরদার করা হবে সে এলাকায়।
বিজ্ঞান ও প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তনের একটি কারণ হলো প্রতিভাবান ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ফুতং এলাকা প্রতিভাবান ব্যক্তি আকর্ষণের ব্যবস্থা করেছে। ফুতংয়ে সাড়ে ১৪ লাখ প্রতিভাবান ব্যক্তি কাজ করছেন। যা স্থানীয় বাসিন্দাদের চার ভাগের এক ভাগ।
বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তনের আরেকটি কারণ হলো আর্থিক সমর্থন। চীন নব্যতাপ্রবর্তনের মাধ্যমে আর্থিক বাজার থেকে আর্থিক সমর্থন সংগ্রহ করার চেষ্টা করে।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)