বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্যিক অঞ্চলের যাত্রা হলো বহুপক্ষবাদের বিশাল জয়: সিআরআই সম্পাদকীয়
2020-11-15 19:49:42

বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্যিক অঞ্চলের যাত্রা হলো বহুপক্ষবাদের বিশাল জয়: সিআরআই সম্পাদকীয়

নভেম্বর ১৫: আট বছরে ২৮ দফা আনুষ্ঠানিক আলোচনার পর আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি বা আরসিইপি আজ (রোববার) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার, বিবিধ কাঠামো এবং সর্বাধিক উন্নয়নের সম্ভাবনাসহ একটি অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সিআরআই সম্পাদকীয় এসব মন্তব্য করেছে।

সম্পাদকীয়তে বলা হয়, এর মাধ্যমে আঞ্চলিক অর্থনীতির একত্রীকরণ জোরদার করা হবে ও মহামারীর পর অলস বিশ্ব অর্থনীতিতে চালিকাশক্তি যোগ হবে। পাশাপাশি, বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যের তীব্র আগ্রহ দেখা যায়। উন্মুক্তকরণ ও সহযোগিতা হলো পারস্পরিক আস্থা ও অভিন্ন কল্যাণের সঠিক পথ।

চীন সরকার জানিয়েছে, অন্যান্য অবাধ বাণিজ্য চুক্তি

বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্যিক অঞ্চলের যাত্রা হলো বহুপক্ষবাদের বিশাল জয়: সিআরআই সম্পাদকীয়

 

র চেয়ে আরসিইপি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। এতে বাণিজ্যিক বিনিয়োগের সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে। এ চুক্তি ডিজিটাল অর্থনৈতিক যুগের চাহিদা পূরণ করে। এটি একটি উচ্চ মানের চুক্তি।

চুক্তিতে প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, আরইসিপি’র প্রভাব-শক্তি উত্তর আমেরিকার অবাধ বাণিজ্য অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের শুল্ক জোটের মানে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, আরসিইপি’র মোট ১৫টি সদস্য দেশ আছে। অর্থনীতি ও বাণিজ্যের পরিমাণ বিশ্বের মোট পরিমাণের প্রায় ৩০ শতাংশ।  

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)