২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি শিক্ষার্থী খন্দকার
মান চীনে এসেছেন। সিয়ান জিয়াওতং বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি অর্জনের জন্য তাঁকে চীনা সরকারী বৃত্তি (দ্বিপক্ষীয় প্রোগ্রাম সম্পর্কিত) প্রদান করা হয়েছিল। ২০১৭সালে সিয়ান জিয়াওতং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে তিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পিএইচডির জন্য সাংহাই জিয়াওতং বিশ্ববিদ্যালয়ে এসেছেন । তিনিপিএইচডি তে সাংহাই আঞ্চলিক সরকারি বৃত্তির মাধ্যমে পড়াশুনা করছেন। তাঁর পড়াশুনার বিষয় যন্ত্রকৌশল । তিনি অল্প বিস্তর চাইনিজ বলতে পারেন। চলুন তাঁর সাক্ষাৎকারটি শুনি।