পাতার পতন
2020-11-14 19:45:36

পাতার পতন

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির একজন কন্ঠশিল্পর পরিচয় দিবো। তিনি হলেন আওরিছিলেং। তিনি ১৯৯২ সালের সেপ্টেম্বরে চীনের ইনারমঙ্গোলিয়ার চিফেং শহরের বালিজুও বান্নারে জন্মগ্রহণ করেন। তিনি চিফেং একাডেমির সংগীত ও পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘আমি তৃণভূমিতে মাতাল হতে চাই’ শীর্ষক গান। গানটি হলো চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী মেং ওয়েন হাও’র ২০১৪ সালে প্রকাশিত একটি গান। মেং ওয়েন হাও নিজে গানটি লিখেছেন। গানটিতে তাঁর তৃণভূমি’র প্রতি ভালবাসা বর্ণনা করা হয়েছে। আওরিছিলেং পুনরায় গানটি 

গেয়েছেন। আশা করি, আপনারা আওরিছিলেংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আওরিছিলেংয়ের কন্ঠে ‘আমি তৃণভূমিতে মাতাল হতে চাই’ শীর্ষক গান। ২০১৬ সালে তিনি আনহুই প্রদেশের টিভি কেন্দ্রের কৃষক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। এর মাধ্যমে তিনি ‘উত্তরাঞ্চলের সংগীত রাজা’ বলে পরিচিত হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। একই বছরে তিনি দু’টি গান প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘মোহ্যরু’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। মোহ্যরু শব্দটির মঙ্গোলীয় ভাষায় অর্থ প্রেমিকা। গানটিতে মঙ্গোলীয় ভাষা ও হান ভাষার ব্যবহার দেখা যায়। গানটিতে তৃণভূমিতে পুরুষের শক্তি ও সাহস নিয়ে বলা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

পাতার পতন

বন্ধুরা, আপনারা শুনছিলেন আওরিছিলেংয়ের কন্ঠে ‘মোহ্যরু’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি পুনরায় আনহুই প্রদেশের টিভি কেন্দ্রের উদ্যোগে চীনা বৈশিষ্ট্যময় সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। একই বছরে তিনি সিসিটিভি’র আয়োজিত একটি সাধারণ মানুষের জন্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১৯ সালে তিনি সিসিটিভি’র আয়োজিত বসন্ত উত্সবের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ইনমা নদীর সন্ধ্যা’। ‘ইনমা’ শব্দের অর্থ চীনা ভাষায় ঘোড়াকে পানি খাওয়ানো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আওরিছিলেংয়ের কন্ঠে ‘ইনমা নদীর সন্ধ্যা’ শীর্ষক গান। আওরিছিলেং ইনারমঙ্গোলিয়ার একটি সাধারণ পশুপালক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তাঁর পিতা দু’টি মেষ  নিয়ে বিখ্যাত্ মঙ্গোলীয় কন্ঠশিল্পী তেনগারের ডিস্ক বিতরণ করেছেন। তখন থেকে আওরিছিলেংয়ের সংগীতে আগ্রহ। ২০১০ সালে তিনি চিফেং একাডেমির সংগীত ও পারফরম্যান্স বিভাগে ভর্তি হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ওবোতে দেখা হয়’ শীর্ষক গান। ওবো মানে পাথরের গাদা। চীনের তৃণভূমিতে সবসময় এ ধরণের পাথরের গাদা দেখা যায়। কথিত আছে, বিস্তীর্ণ তৃণভূমিতে লোকেরা পাথর ছুঁড়েছিল। ধীরে ধীরে এটি পর্বত দেবতা, রাস্তা দেবতাদের উপাসনা, একটি ভাল ফলের জন্য প্রার্থনা ও পারিবারিক সুখের প্রতীক হয়ে ওঠে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আওরিছিলেংয়ের কন্ঠে ‘ওবোতে দেখা হয়’ শীর্ষক গান। একাডেমিতে সংগীত নিয়ে লেখাপড়ার সময় তিনি অনেক পরিশ্রম করতেন। তিনি নিজের সুর রচনায় মঙ্গোলিয়া জাতির বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য আধুনিক বৈশিষ্ট্য যোগ দেন। তিনি একিডেমিতে বিভিন্ন অনুশীলনে অংশ নিয়েছেন এবং একাডেমির আয়োজিত অনেক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। তিনি একাডেমির দশজন শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পাহাড়ে ভালবাসা’ শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আওরিছিলেংয়ের কন্ঠে ‘পাহাড়ে ভালবাসা’ শীর্ষক গান। ২০১১ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০১৩ সালে তিনি মঙ্গোলীয় যুব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। একই বছরের ডিসেম্বরে তিনি একক কনসার্ট আয়োজন করেন। ২০১৪ সালে চার বছরের একাডেমিতে লেখাপড়ার পর তিনি স্নাতক হন। একই বছরে তিনি হুয়াই কাপের পপ সংগীতের স্বর্ণপদক লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পাতার পতন’ শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)